পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Chiellini on Italy Exit : 'বিধ্বস্ত এবং চূর্ণ', কাতারের টিকিট না-পেয়ে হতাশায় ডুবলেন আজ্জুরি দলনায়ক - EURO champion Italy failed to qualify for Qatar WC 2022

2018 পুনরাবৃত্তি ঘটিয়ে 2022 বিশ্বকাপের জন্য কাতারগামী বিমানে ওঠা হচ্ছে না ফেডেরিকো চিয়েসা, জর্জিনহোদের (EURO champion Italy failed to qualify for Qatar WC 2022) ৷ যা এখনও হজম হচ্ছে না ফুটবল বিশ্বের ৷

Chiellini on Italy Exit
'বিধ্বস্ত এবং চূর্ণ', কাতারের টিকিট না-পেয়ে হতাশায় ডুবলেন চিয়েলিনি

By

Published : Mar 25, 2022, 6:02 PM IST

রোম, 25 মার্চ : 2018 বিশ্বকাপে যোগ্যতা-অর্জনের ব্যর্থতা নেহাতই ফ্লুক ছিল ৷ 11 জুলাই, 2021 ওয়েম্বলিতে ইউরোপ সেরা হয়ে ফুটবল বিশ্বকে যেন সেই বার্তাই দিয়েছিল রবার্তো মানচিনির ইতালি ৷ কিন্তু কয়েকমাসের ব্যবধানে ফের আঁধার ঘনিয়ে এল আজ্জুরি শিবিরে ৷ 2018 পুনরাবৃত্তি ঘটিয়ে 2022 বিশ্বকাপের জন্য কাতারের বিমানে ওঠা হচ্ছে না ফেডেরিকো চিয়েসা, জর্জিনহোদের (EURO champion Italy failed to qualify for Qatar WC 2022) ৷ যা এখনও হজম হচ্ছে না ফুটবল বিশ্বের ৷ আর বিশ্বকাপে যোগ্যতা-অর্জনের ব্যর্থতায় উত্তর ম্যাসেডোনিয়া ম্যাচ শেষে হতাশায় ডুবলেন আজ্জুরি কোচ রবার্তো মানচিনি এবং অধিনায়ক জর্জিও চিয়েলিনি ৷

যাঁর অধীনে টানা 37 ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড এসেছে নীল জার্সিধারীদের ঝুলিতে ৷ সেই মানচিনি যেন বলার ভাষা হারিয়েছেন ৷ তবুও নিয়ম মেনে যেহেতু কিছু বলতে হয় তাই তিনি বললেন ৷ ম্যান সিটির প্রাক্তন তথা ইতালির জাতীয় দলের বর্তমান কোচ বৃহস্পতিবার উত্তর ম্যাসেডোনিয়ার কাছে অবাক হারের পর জানান, ইউরো জয় যদি তাঁর কেরিয়ারের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে থাকে, তাহলে আজকের সন্ধ্যা কেরিয়ারে সবচেয়ে হতাশার ৷

বিমর্ষ চিয়েলিনি ম্যাচের পর বলেন, "আমি গর্বিত ছেলেদের জন্য ৷ ওরা সবটা দিয়ে চেষ্টা করেছে ৷ তবে নিশ্চিতভাবে এই ফলাফলে আমরা বিধ্বস্ত এবং চূর্ণ (Chiellini says they are destroyed and crushed after failed to qualify for Qatar) ৷ এই অকৃতকার্য হওয়ার ভয়টা দীর্ঘদিন আমাদের তাড়া করে যাবে ৷" যদিও তাঁর দলকে যে একাধিক ভুলের মাশুল গুনতে হচ্ছে তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন জুভেন্তাস তারকা ৷

আরও পড়ুন : ফের ফিফা বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি

মিডফিল্ডার মার্কো ভেরাত্তি সংযুক্তি সময়ে উত্তর ম্যাসেডোনিয়ার গোলটাকে 'দুঃস্বপ্ন’ আখ্যা দিয়ে বলছেন, "আমাদের দারুণ সুযোগ ছিল বিশ্বকাপে ভাল ফল করার ৷ ইউরো জয়, অপরাজিত থাকার বিশ্বরেকর্ডের পর এমন একটা ফলাফল হজম করা সত্যিই কষ্টের ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details