পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

R Praggnanandhaa: চাঁদে ঘুমোচ্ছে প্রজ্ঞান, আরেক প্রজ্ঞান 'জেগে'; ভবিষ্যতে ইসরোর সঙ্গে কাজ করবেন গ্র্যান্ডমাস্টার - ভবিষ্য়তে মহাকাশ সংস্থায় কাজ করবেন দাবাড়ু

ভারত তথা সারা বিশ্বের দাবার জগতে সকলের কাছেই অত্যন্ত পরিচিত নাম 18 বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ। সোমবার সাতসকালেই চমক অপেক্ষা করছিল দাবাড়ুর জন্য। সপ্তাহ শুরুর দিনেই ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দের চেন্নাইয়ের বাড়িতে হাজির হন ইসরোর চেয়ারম্যান শ্রীধর সোমনাথ। তিনি এদিন বলেন, "প্রজ্ঞানন্দ তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রচারের জন্য ভবিষ্যতে দেশের মহাকাশ সংস্থার সঙ্গে কাজ করবেন।"

ভবিষ্য়তে মহাকাশ সংস্থাতে কাজ করবেন দাবাড়ু
R Praggnanandhaa

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 10:18 PM IST

Updated : Oct 16, 2023, 10:24 PM IST

চেন্নাই, 16 অক্টোবর:চাঁদের বুকে বড় সাফল্যের মুখ দেখেছে ইসরোর চন্দ্রযান-3। নিজেদের কাজ সম্পূর্ণ করার পর ঘুমিয়ে পড়েছে চাঁদের বুকেই।কাজের শেষে ঘুমিয়ে পড়েছে চাঁদে থাকা প্রজ্ঞান। বিজ্ঞানীরা ভেবেছিলেন, সূর্যের আলো পড়লে জেগে উঠতে পারে বিক্রম ও প্রজ্ঞান। তবে তা আর হচ্ছে না ৷ দিনের শেষে ঘুমের দেশে পাড়ি দিয়েছে প্রজ্ঞান। কিন্তু ভারতের প্রজ্ঞান 'জেগে' রয়েছে ৷ মাত্র 12 বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সে। তারপর থেকে ভারত তথা সারা বিশ্বের দাবার জগতে সকলের কাছেই অত্যন্ত পরিচিত নাম 18 বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ। তিনি ভবিষ্যতে দেশের মহাকাশ সংস্থার সঙ্গে কাজ করবে, এমনটাই জানালেন ইসরোর চেয়ারম্যান শ্রীধর সোমনাথ ৷

আজ, সোমবার সকালেই তরুণ দাবাড়ুর বাড়িতে হাজির হন ইসরোর চেয়ারম্যান শ্রীধর সোমনাথ-সহ আরও বিজ্ঞানীরা ৷ দাবাড়ুর বাড়িতে প্রাতঃরাশও সারেন তাঁরা ৷ গ্র্যান্ড মাস্টারকে বসিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ ধরেই চলে আলাপ-আলোচনা ৷ সেখানেই ইসরোর চেয়ারম্যান শ্রীধর সোমনাথ বলেন, "প্রজ্ঞানন্দ তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রচারের জন্য ভবিষ্যতে দেশের মহাকাশ সংস্থার সঙ্গে কাজ করবে।" শ্রীধর সোমনাথ এদিন পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, "প্রজ্ঞানন্দ মহাকাশের প্রচারের জন্য আমাদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ৷ তাই আমি খুব খুশি ৷ আমাদের সঙ্গে কাজ করবে যাতে তরুণদের বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি নিয়ে যাতে অনুপ্রাণিত করা যায়। ভারতকে একটি অত্যন্ত গর্বিত এবং শক্তিশালী জাতি হিসাবে গড়ে তোলা যায়।"

এদিন ভারতের চন্দ্রযানের সাফল্যের অন্যতম কারিগর ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, প্রজ্ঞান রোভার টানা ঘুমোচ্ছে। তবে ভারতকে গর্বিত করার জন্য জেগে রয়েছে আর এক প্রজ্ঞান। তাকে তো জেগে থাকতেই হবে। সংবাদমাধ্যমের কাছে সোমনাথ জানিয়েছেন, তিনি আশা রাখেন, প্রজ্ঞানন্দ খুব তাড়াতাড়িই বিশ্বসেরা দাবাড়ু হয়ে উঠবে। ইসরো-প্রধানের তাঁর বাড়িতে যাওয়া নিয়ে ভীষণ খুশি ভারতের এই কিশোর দাবাড়ু। প্রজ্ঞানন্দ জানিয়েছেন, এটি তাঁর কাছে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। তিনি আরও জানিয়েছেন, শ্রী সোমনাথ তাঁকে শ্রীহরিকোটায় ইসরোর গবেষণাকেন্দ্রে ঘুরতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। "ইসরোর এই কৃতিত্বে আমরা ভীষণ গর্বিত" বলেছেন প্রজ্ঞানন্দ।

আরও পড়ুন:তিলোত্তমায় এসে বিশ্বজয়ের অঙ্গীকার প্রজ্ঞানন্দর, শোনালেন নানা অজানা কথাও

Last Updated : Oct 16, 2023, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details