কলকাতা, 4 নভেম্বর: ভুলের শুধরে জয়ের রাস্তা খুঁজতে চেয়েছিল চেন্নাইয়িন এফসি । সেই লক্ষ্যে সফল টমাস ব্রাডরিক । চেন্নাইয়িন কোচের মত ডার্বি হারের পরে তিনিও তো ভুল শুধরে জয়ের পথ খুঁজতে চেয়েছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইনও । কিন্তু সুহের ভিপি, ক্লেইটন সিলভা দেবজিৎ মজুমদারকে একা পেয়েও গোল না-করতে পারার ভুলে লাল-হলুদ ফের হারের অন্ধকারে (Chennaiyin FC beat East Bengal) ।
যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়িন এফসি বিরুদ্ধেও পরাজিত ইস্টবেঙ্গল । চেন্নাইয়িনের একমাত্র গোলদাতা ইরানের ডিফেন্ডার ভাফা । 68 মিনিটে আকাশের কর্নার থেকে হেড করে গোল করে যান ভাফা । গোল করার পরে ইরানের নারীদের আন্দোলনের সমর্থনে বার্তাবাহী গেঞ্জি দেখানোয় হলুদ কার্ড দেখেন । মোট দু'বার হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার পেয়ে বেরিয়েও যেতে হয় । যদিও তাতে বিশেষ লাভ হয়নি কনস্ট্যান্টাইনের ছেলেদের ।