নিয়ঁ, 18 মার্চ : শুক্রবার ঘোষণা হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ক্রীড়াসূচি ৷ এপ্রিলের প্রথম সপ্তাহে সেমিফাইনালের লক্ষ্যে সম্মুখ সমরে নামছে ইউরোপের সেরা আটটি দল ৷ একঝাঁক রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল জনতা ৷ সেইসব ম্যাচেরই সূচিই এদিন ঘোষণা হয়ে গেল সুইজারল্যান্ডের নিয়ঁ শহরে উয়েফার সদর দফতরে ৷ কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির সামনে 13 বারের সেরা রিয়াল মাদ্রিদ (Chelsea to face Real Madrid in CL quarter final) ৷ ম্যাঞ্চেস্টারকে ইউনাইটেডকে শেষ ষোলো থেকে ছিটকে দিয়ে কোয়ার্টারে ম্যান সিটির মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ ৷
শেষ আটে রোমহর্ষক লড়াই অপেক্ষা করে রয়েছে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখের জন্যও ৷ কোয়ার্টার ফাইনালে রবার্ট লেওয়ানদোস্কিদের সামনে শেষ ষোলোয় জুভেন্তাসকে ছিটকে দেওয়া ভিল্লারিয়াল ৷ তবে অপেক্ষাকৃত সহজ লড়াই হতে চলেছে ছ'বারের ইউরোপ সেরা লিভারপুলের জন্য ৷ কোয়ার্টারে মোহামেদ সালাহ, সাদিও মানেদের সামনে পর্তুগালের বেনফিকা ৷