পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Emiliano Martinez: ডিবু'কে একবার ছুঁয়ে দেখতে চরম বিশৃঙ্খলা মিলন মেলায়, ভাঙল বিশ্বজয়ী গোলরক্ষকের গাড়ির কাঁচ - এমিলিয়ানো মার্টিনেজ

গতকালই শহরে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ৷ আজ মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান ছিল তাঁকে ঘিরে ৷ সেখানেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ সেখানেই ভক্তদের অতি উৎসাহে গাড়ির কাঁচ ভাঙে এমি'র ৷

Emiliano Martinez
বিশ্বজয়ী এমিকে দেখতে চরম বিশৃঙ্খলা,

By

Published : Jul 4, 2023, 5:26 PM IST

বিশ্বজয়ী এমিকে দেখতে চরম বিশৃঙ্খলা,

কলকাতা, 4 জুলাই:কলকাতার ফুটবলসমর্থকদের ভালোবাসার অত্যাচার হাড়ে হাড়ে টের পেলেন এমিলিয়ানো মার্টিনেজ! মঙ্গলবার মিলন মেলা প্রাঙ্গণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বিশ্বজয়ী আর্জেন্তাইন গোলরক্ষক। 24 ঘণ্টা আগে কলকাতায় এসেছেন তিনি। মঙ্গলে দিনভর রয়েছে তাঁর বিভিন্ন কর্মসূচি। তার মধ্যেই একটি ছিল বাইপাসের ধারে মিলন মেলা প্রাঙ্গণে। বিশ্বজয়ীকে সামনে থেকে একবার চাক্ষুষ দেখতে ভিড় যে উপচে পড়বে, জানাই ছিল ৷ সেইমতোই অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই এদিন ভিড় জমেছিল সেখানে। ফেরার পথে ভক্তদের অতি উৎসাহে গাড়ির কাঁচ ভাঙল আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের।

লিয়োনেল মেসির দলের ফুটবলারকে কাছ থেকে দেখতে এদিন অনুষ্ঠান মঞ্চেও উঠে পড়েন এক ভক্ত। মার্টিনেজ মঞ্চে ওঠার পরে তাঁর ছবি তোলার জন্য এগোতে থাকেন দর্শকেরা। তাতেই ব্যারিকেড ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কিছুক্ষণ পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল প্রথমে সংবর্ধিত করে এমিলিয়ানো মার্টিনেজকে। ইস্টবেঙ্গলের উপহার দেওয়া 23 নং জার্সি পরেন 2022 কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস ৷ হাতে তুলে দেওয়া হয় আজীবন সদস্যপদ, পুষ্প স্তবক, উত্তরীয় এবং শতবর্ষের কয়েন। মোহনবাগান তুলে দেয় তাদের ক্লাবের 125 বছরের স্মারক।

অনুষ্ঠানে মার্টিনেজ বিশ্বকাপের অভিজ্ঞতা শোনাতে গিয়ে জানান, ফাইনালে অধিনায়ক মেসি তাঁকে গোল বাঁচানোর অনুরোধ করেছিলেন। গোল করে ম্যাচ বের করার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অ্যাস্টন ভিলার গোলরক্ষক জানিয়েছেন, নেদারল্যান্ডস ম্যাচের পরেই তাঁরা বিশ্বকাপ জয়ের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠেছিলেন। মেসি-রোনাল্ডোর তুলনায় সরাসরি কোনও মন্তব্য না-করলেও জানিয়েছেন মেসি পরিপূর্ণ ফুটবলার। একইভাবে এমবাপেকে 'গ্রেট ফুটবলার' হিসেবে অ্যাখ্যা দেন মার্টিনেজ। এদিন অনুষ্ঠান শেষ হওয়ার পরে মার্টিনেজ বেরিয়ে যাওয়ার সময় ভক্তদের ভালোবাসায় তাঁর গাড়ির কাঁচ ভাঙে। তিনি পরবর্তীতে পুলিশের গাড়িতে হোটেলে ফেরেন বলেই খবর ৷ তবে বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তাদেরই দায়ী করেছেন সেখানে থাকা পুলিশকর্মীরা।

উল্লেখ্য, গতকাল, সোমবার শহর কলকাতায় পা রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার গোলরক্ষক। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন এমি। সোমবার দুপুরে একবার স্বচক্ষে বিশ্বকাপ জয়ীকে দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য আর্জেন্তিনার ফুটবল ভক্তরা। ভিড় সামাল দিতে মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ বাহিনীও।

আরও পড়ুন:তিলোত্তমায় পা-রেখে উচ্ছ্বসিত মার্তিনেজ ! অনুভূতি ব্যক্ত করলেন বিশ্বকাপজয়ী ফুটবলার

ABOUT THE AUTHOR

...view details