পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CFL 2022: থাকছে না অবনমন, কলকাতা লিগ পিছিয়ে শুরু হচ্ছে 2 অগস্ট

2 অগস্ট থেকে শুরু হবে কলকাতা লিগের খেলা (CFL 2022 Will Start From 2nd August) ৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়েই লিগের সূচি তৈরি করা হয়েছে ৷ তবে, সুপার সিক্সের সূচি এগারোটি দলের লিগের খেলা শেষ হলে তৈরি করা হবে বলে জানিয়েছেন আইএফএ সভপতি অনির্বাণ দত্ত জানিয়েছেন ৷

CFL 2022
কলকাতা লিগ পিছিয়ে শুরু হচ্ছে 2 অগস্ট

By

Published : Jul 24, 2022, 11:32 AM IST

কলকাতা, 24 জুলাই: 27 জুলাই নয়, 2 অগস্ট থেকে কলকাতা প্রিমিয়ার লিগের এ গ্রুপের খেলা শুরু হবে (CFL 2022 Will Start From 2nd August) ৷ ফরম্যাট বদলে তিন প্রধানকে নিয়ে কলকাতা লিগ শুরু করার কথা ঘোষণা আগেই করেছিল আইএফএ ৷ সেদিনই বলা হয়েছিল, আগামী 23 জুলাই চলতি মরশুমে সিনিয়র ডিভিশনে অবনমন থাকবে কি না, বিষয়টি নির্ধারিত হবে ৷ সেইমতো শনিবার কলকাতা লিগে অংশ নেওয়া দলগুলির সঙ্গে আলোচনার পর অবনমন না-রাখার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ ৷

গত মরশুমে দুই প্রধানকে ছাড়া লিগ আয়োজন হলেও অবনমন ছিল না ৷ এ বার ক্লাবগুলির দাবিকে মান্যতা দিয়ে আরও একবার কলকাতা লিগে অবনমন না রাখার সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যে, 11টি দল নিয়ে ক্রীড়াসূচি তৈরি হয়ে গিয়েছে ৷ 11 দলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে রেখেই দল গঠন করা হয়েছে (IFA Has Made CFL 2022 Schedule Keeping East Bengal and Mohun Bagan) ৷ আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, "ফেডারেশনের দিক থেকে যদি কোনও সমস্যা না-থাকে, তাহলে 2 অগস্ট থেকে প্রিমিয়ার লিগ শুরু হবে ৷ এই এগারোটি দলের লিগের শেষে সুপার সিক্সের ক্রীড়াসূচি তৈরি হবে ৷"

আরও পড়ুন:East Bengal: ডেশর্ন ব্রাউন হাতছাড়া, ডুরান্ডের শুরুতেই ডার্বি খেলতে নারাজ ইস্টবেঙ্গল

আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফেডারেশনের সিআরএস এবং সিএমএস পদ্ধতি প্রথমবার চালু হচ্ছে ৷ সেই কাগজপত্রের নিয়মকানুন ঠিক থাকলে অগস্ট মাসের 2 তারিখ থেকে বল গড়ানো শুরু হবে ৷ 21 জুলাই রাজ্যের শাসকদলের সভার কারণে কলকাতা ময়দানের বেশ কিছু মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ যা ঠিক করার কাজ চলছে ৷ যদি বৃষ্টি মাঠ তৈরি করার ক্ষেত্রে অন্তরায় না হয়, তা হলে মঙ্গলবার থেকেই নিচের ডিভিশনের লিগের বল গড়াবে ৷

ABOUT THE AUTHOR

...view details