পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CFL 2022: খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের, 3-0 দাপুটে জয় মহমেডানের

সুযোগ নষ্ট করে কলকাতা লিগের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল (Emami East Bengals Goalless Draw Against Khidirpur) ৷ সেই সঙ্গে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ খিদিরপুরের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে শুরুতেই পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল ৷ অন্যদিকে, এরিয়ানের বিরুদ্ধে 3-0 গোলে জিতে দাপটের সঙ্গে কলকাতা লিগে অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ৷

Emami East Bengals Goalless Draw Against Khidirpur
Emami East Bengals Goalless Draw Against Khidirpur

By

Published : Sep 25, 2022, 7:28 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: কলকাতা লিগের প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল ৷ সুযোগ নষ্টের খেসারত দিয়ে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লাল-হলুদ ব্রিগেড (Emami East Bengals Goalless Draw Against Khidirpur) ৷ একইসঙ্গে কলকাতা লিগ জয়ের দৌড়ে পিছিয়ে পড়ল বিনো জর্জের ইস্টবেঙ্গল ৷

49 বছর ধরে মাঠে আসছেন কুশল চক্রবর্তী ৷ কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে উপস্থিত থাকবেনই ৷ সোনালি সত্তর থেকে আজকের লাল-হলুদ ফুটবল দেখে তাঁর আক্ষেপ ‘পুরনো জোশটা নেই’ ৷ নৈহাটির কাঠালপাড়ার দেবাশিষ দে ৷ তাঁর পরিবার এপার বাংলার এবং মোহনবাগান সমর্থক ৷ কিন্তু, দেবাশিস দে নিজে লাল-হলুদ সমর্থক ৷ তিনিও ইস্টবেঙ্গলের খেলা দেখার সুযোগ হাতছাড়া করেন না ৷ নৈহাটি স্টেডিয়ামে খেলা দেখতে এসে তাঁর উপলব্ধি, ‘গোলকানা’ ৷

রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবে ৷ সিনিয়র দল আইএসএলের প্রস্তুতি নিচ্ছে ৷ রবিবার সকালে অনূর্ধ্ব-20 ভারতীয় দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে 2-0 গোলে জয় পেয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের সিনিয়র দল ৷ বিকেলে বিনো জর্জের ইস্টবেঙ্গলও পুরো পয়েন্ট নিয়ে ফিরতে পারত ৷ যদি না সুযোগ হাতছাড়া না করতেন ফুটবলাররা ৷ মহীতোষ রায় একাই তিনটি সুযোগ নষ্ট করেছেন এদিন ৷ যা থেকে গোল না করা অপরাধ ৷ জেসিন টি কে একাধিকবার সুবিধাজনক জায়গা থেকেও গোলের পথ তৈরি করতে পারেননি ৷

আরও পড়ুন:ঝুলনকে তাঁর অবসরে আগামীর শুভেচ্ছা ভারতীয় ক্রিকেটের

প্রথমার্ধে ইস্টবেঙ্গলের সুযোগ নষ্ট বাদ দিলে, চোখ জুড়ানো ফুটবল খেলেছে ৷ কিন্তু, ফুটবলে গোল না করতে পারার অর্থ নুনহীন রান্না ৷ দ্বিতীয়ার্ধে সময় যত এগিয়েছে লাল-হলুদ ফুটবলাররা বর্ণহীন হয়েছেন ৷ বিশেষ করে মাঝমাঠে দীপ সাহা, শুভম ভৌমিক, সঞ্জীব ঘোষরা প্রতিপক্ষের পায়ের জঙ্গলে দিশাহারা হয়ে গিয়েছিলেন ৷ গোলশূন্য ড্র ম্যাচে ইস্টবেঙ্গলের প্রাপ্তি ডিফেন্ডার অতুল উন্নিকৃষ্ণন ৷ লম্বা চুলের দীর্ঘদেহী কেরালিয়ান ডিফেন্ডার এম সুরেশের স্মৃতি মনে করালেন ৷

হাজারদু'য়েক দর্শক মাঠে এসেছিলেন এদিন ৷ প্রিয় দলের গোলশূন্য ড্র তাঁদের আশাহত করেছে ৷ তবে ভারতীয় ব্রিগেডের লড়াই আশা জাগাচ্ছে তাঁদের মনে ৷ দায়িত্বপ্রাপ্ত কোচ বিনো জর্জ বলছেন, 'ড্র হলেও দলের লড়াইয়ে খুশি ৷" ধাপে ধাপে এগোনোর কথা তাঁর মুখে ৷

আরও পড়ুন:দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

ইস্টবেঙ্গলের পয়েন্ট হারানোর দিনে তিন গোলে জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করেছে মহমেডান স্পোর্টিং ৷ কল্যাণী স্টেডিয়ামে প্রতিপক্ষ এরিয়ানের বিরুদ্ধে প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবলে খেলে দাপুটে জয় সাদা-কালো ব্রিগেডের ৷ 42 মিনিটে মার্কাস জোসেফ গোল করে মহমেডানকে এগিয়ে দেন ৷ বিরতির পরে 61 মিনিটে শেখ ফৈয়াজের কর্নার থেকে দ্বিতীয় গোল ওসমানের ৷ 81 মিনিটে তিন নম্বর গোল ফজলু রহমানের ৷ ম্যাচের সেরা হয়েছেন মার্কাস জোসেফ ৷

ABOUT THE AUTHOR

...view details