কলকাতা, 25 সেপ্টেম্বর: কলকাতা লিগের প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল ৷ সুযোগ নষ্টের খেসারত দিয়ে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লাল-হলুদ ব্রিগেড (Emami East Bengals Goalless Draw Against Khidirpur) ৷ একইসঙ্গে কলকাতা লিগ জয়ের দৌড়ে পিছিয়ে পড়ল বিনো জর্জের ইস্টবেঙ্গল ৷
49 বছর ধরে মাঠে আসছেন কুশল চক্রবর্তী ৷ কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে উপস্থিত থাকবেনই ৷ সোনালি সত্তর থেকে আজকের লাল-হলুদ ফুটবল দেখে তাঁর আক্ষেপ ‘পুরনো জোশটা নেই’ ৷ নৈহাটির কাঠালপাড়ার দেবাশিষ দে ৷ তাঁর পরিবার এপার বাংলার এবং মোহনবাগান সমর্থক ৷ কিন্তু, দেবাশিস দে নিজে লাল-হলুদ সমর্থক ৷ তিনিও ইস্টবেঙ্গলের খেলা দেখার সুযোগ হাতছাড়া করেন না ৷ নৈহাটি স্টেডিয়ামে খেলা দেখতে এসে তাঁর উপলব্ধি, ‘গোলকানা’ ৷
রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবে ৷ সিনিয়র দল আইএসএলের প্রস্তুতি নিচ্ছে ৷ রবিবার সকালে অনূর্ধ্ব-20 ভারতীয় দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে 2-0 গোলে জয় পেয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের সিনিয়র দল ৷ বিকেলে বিনো জর্জের ইস্টবেঙ্গলও পুরো পয়েন্ট নিয়ে ফিরতে পারত ৷ যদি না সুযোগ হাতছাড়া না করতেন ফুটবলাররা ৷ মহীতোষ রায় একাই তিনটি সুযোগ নষ্ট করেছেন এদিন ৷ যা থেকে গোল না করা অপরাধ ৷ জেসিন টি কে একাধিকবার সুবিধাজনক জায়গা থেকেও গোলের পথ তৈরি করতে পারেননি ৷
আরও পড়ুন:ঝুলনকে তাঁর অবসরে আগামীর শুভেচ্ছা ভারতীয় ক্রিকেটের