প্যারিস, 29 মে : উজ্জ্বলতর হল আন্সেলোত্তির কোচিং কেরিয়ার ৷ বিশ্বের প্রথম কোচ হিসেবে ইউরোপের পাঁচটি মেজর লিগের সবক'টিই জিতেছিলেন ৷ সবচেয়ে বেশিবার কোচ হিসেবে দলকে ইউরোপ সেরা হওয়ার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন ৷ নিয়েছেন তিনি এদিন ফের রেকর্ড গড়লেন রিয়ালের হেডস্যর ৷ কোচ হিসেবে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগও জিতে নিলেন তিনি (Carlo Ancelotti Becomes the First man to win 4 European Cup finals) ৷ টপকে গেলেন বব পেইসলে, জিনেদিন জিদানকে ৷ ঘটনাচক্রে লিভারপুলকে 3বার ইউরোপ সেরা করেছিলেন বব পেইসলে, জিদান 3টি খেতাবই জিতেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে ৷
শনিবারের ম্যাচ জিতে আরেকটি রেকর্ডও গড়েছেন ইতালিয়ান ফুটবল আইকন ৷ উয়েফা টুর্নামেন্ট জয়ের নিরিখে স্যর আলেক্স ফার্গুসন, জিওভান্নি ত্রাপাত্তিনির রেকর্ড টপকালেন আন্সেলোত্তি ৷ 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 1টি উয়েফা ইন্টারটোটো কাপ এবং 3টি সুপার কাপে সেই সংখ্যাটা দাঁড়াল 8-এ ৷ অন্যদিকে, 2টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি উয়েফা কাপ উইনার্স কাপ, 1টি সুপার কাপ এবং 1টি ইন্টারকন্টিনেন্টাল কাপে ম্যান ইউ-য়ের প্রাক্তন বসের ক্ষেত্রে সেই সংখ্য়াটা 7 ৷