পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এক সপ্তাহের মধ্যে দু'টো জয় তুলে নেওয়া সহজ নয়: কুয়াদ্রাত - হারমজ্যোৎ খাবরাকে ফিরে পাচ্ছে না লাল হলুদ

East Bengal FC vs Punjab FC Match: হারমজ্যোৎ খাবরাকে ফিরে পাচ্ছে না লাল হলুদ ৷ তবু পরবর্তী ম্যাচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে সবটুকু উজার করে দিতে মরিয়া কোচ কার্লেস কুয়াদ্রাত ৷

Carles Cuadrat on East Bengal FC vs Punjab FC Match
হারমজ্যোৎ খাবরাকে ফিরে পাচ্ছে না লাল হলুদ

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 10:32 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: হরমনজ্যোৎ খাবরার চোট মাথা ব্যথার কারণ হয়েছে ইস্টবেঙ্গলের ৷ এক্ষেত্রে চিকিৎসকদের ওপরেই ভরসা করতে চান লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত । তাঁর দলে খাবরার মতো নেতৃত্ব দিতে পারেন এমন ফুটবলার বেশি নেই ৷ কিন্তু ইউটিলিটি ফুটবলারের অভাব নেই । তাই বিকল্প দিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি ৷

লাল-হলুদ প্রফেসর বলেন, "খাবরা কেবলমাত্র দলের একজন ফুটবলার নয় প্রকৃত অর্থেই নেতা । ওর না থাকা বড় ধাক্কা । আমরা মাঠে একজন নেতাকে পাব না ।" পঞ্জাব এফসির বিরুদ্ধে নাঠে নামার আগে কুয়াদ্রাতের এই কথাগুলো যেমন দলের হাহাকার প্রকাশ করে একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞার বার্তাও দেয় । নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পাঁচ গোলে জয় পুরো লাল হলুদ ব্রিগেডকে বদলে দিয়েছে । হারিয়ে যেতে বসা দলে আত্মবিশ্বাস ফিরেছে । দূর হয়েছে দমবন্ধ করা পরিবেশ । আইএসএলের প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে বুঝতে পেরে ফুটবলারদের প্রস্তুতি এখন তুঙ্গে । খাবরার বদলে শুরু করতে পারেন নিশুকুমার, মহম্মদ রাকিপ বা এডুইন ভন্সপাল ।
চার বছর পরে প্রতিপক্ষকে পাঁচ গোলে উড়িয়েছে ইস্টবেঙ্গল । এই জয়ের ব্যবধানটা বর্তমান প্রেক্ষাপটে লাল হলুদ সমর্থকদের কাছে অবিশ্বাস্য । দল চার গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও জয় নিশ্চিত কি না তা নিয়ে দ্বিধান্বিত ছিলেন তাঁরা । বিষয়টি নজর এড়ায়নি কুয়াদ্রাতের । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন,"ফুটবল এইরকমই। কখনও জিতব। কখনও হারব। কখনও পেনাল্টি নষ্ট করব। প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। যাতে ভাগ্যের সাহায্য মেলে ৷"
প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, "আমরা সকলেই আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম । চার গোলে এগিয়ে থাকা অবস্থাতেও সমর্থকরা টেনশনে ছিল । কারন তাঁরাও আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন । চার বছর পরে আমরা পাঁচ গোলে জিতলাম । এই বছর আমরা মোহনবাগান সুপারজায়ান্টকে হারিয়েছি । ডুরান্ড কাপের ফাইনাল খেলেছি । আমরা একটা গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি ৷"

পয়েন্ট টেবিল বলছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পঞ্জাব এফসি বেকায়দায় রয়েছে । আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলতে আসলেও মানের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে তারা । কোচ স্টাইকোস ভার্জেটিস বলছেন তারা প্রতিআক্রমন নির্ভর ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে রুখতে চান । লাল হলুদের প্রাক্তনও জুয়ান মেরা পঞ্জাবের মাঝমাঠের ভরসা । এছাড়াও স্ট্রাইকার লুকা রয়েছেন, নিজের দিনে যেকোনও রক্ষণের আতঙ্ক হতে পারেন তিনি ।

প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে কুয়াদ্রাত বলছেন, "আমি আত্মবিশ্বাসী নই । আমি কীভাবে তিন পয়েন্ট আসবে তার জন্য প্রস্তুতি নিচ্ছি । একটা সপ্তাহের মধ্যে দু'টো জয় মোটেই সহজ কথা নয় । তবে আমরা চেষ্টা করব । প্রতিপক্ষ দলে জুয়ান মেরার মত ভালো মানের ফুটবলার রয়েছে । ভীষণ দক্ষ ফুটবলার । অতীতে লাল-হলুদ জার্সিতেও গুরুত্বপূর্ণ ফুটবলার ছিল। সমর্থকরা ওকে ভালোবাসে। আমাদের তাই সতর্ক থাকতে হবে।" খাবরা খেলতে পারবেন না । তবে বোরহা হেরেরা খেলবেন । মাথায় ব্যান্ডেজ বেঁধে প্র্যাকটিসও করলেন । সব মিলিয়ে একটা জয় ইস্টবেঙ্গলে বদল নিয়ে এসেছে । আইএসএলে টানা দু'ম্যাচ জিততে পারেনি লাল হলুদ । এবার রয়েছে সেই সুযোগ । কঠিন হলেও কাজটা সফল করতে জেগে ওঠার ডাক কার্লেস কুয়াদ্রাতের ।

আরও পড়ুন:

  1. গুরুতর চোটে সম্ভবত চলতি আইএসএল শেষ খাবরার, লাল হলুদের পথে ডেভিড
  2. "মানুষের দুর্দশা দূর করার লক্ষ্যেই রাজনীতিতে", নির্বাচনে জয়লাভ করে বলছেন জেজে
  3. ব্রাত্য সাদিকুর জোড়া গোলে হার বাঁচাল বাগান, লালকার্ড ফেরান্দো-মরিসিওর

ABOUT THE AUTHOR

...view details