টরন্টো, 28 মার্চ : 36 বছর পর স্বপ্নপূরণ ৷ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল কানাডা ৷ 4-0 গোলে জামাইকাকে হারিয়ে 1986 সালের পর ফের একবার বিশ্বকাপের মঞ্চে আলফান্সো দাভিয়েসের দেশ (Canada qualify for Qatar World Cup) ৷
ফুটবলের ‘গ্রেটেস্ট শো’ শুরু হতে এখনও 6 মাস বাকি থাকলেও চর্চা শুরু হয়ে গিয়েছে তা নিয়ে ৷ বিশ্বকাপের মঞ্চ তারকার জন্ম দেয় ৷ স্বপ্নপূরণের উচ্ছ্বাস থেকে স্বপ্নভঙ্গের যন্ত্রণা, আসন্ন কাতার বিশ্বকাপের কোলাজে যুক্ত হচ্ছে সমস্ত ছবিই ৷ দিনকয়েক আগেই বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন আজ্জুরিরা ৷ সেখানেই এবার স্বপ্নপূরণের রূপকথা লিখলেন সাইল লারিন, তাজন বুকানান, জুনিয়র হোয়েলেটরা ৷