কলকাতা, 5 জুন: কলকাতা লিগের ঢাকে কাঠি। সোমবার আসন্ন লিগের গ্রুপ বিন্যাস করল আইএফএ ৷ 25 জুন থেকে শুরু হবে কলকাতা প্রিমিয়র লিগের বল গড়ানো। প্রথমবার কলকাতা লিগের প্রিমিয়ার এ ও বি ডিভিশনকে মিশিয়ে মোট 26 দলের সুপার প্রিমিয়র ডিভিশন শুরু হচ্ছে ৷ দু’টি গ্রুপ তৈরি করেছে আইএফএ ৷ এবারের কলকাতা লিগে সবচেয়ে কঠিন গ্রুপ এ ৷ যেখানে এক গ্রুপে মোহনবাগান সুপার জায়ান্টস এবং মহমেডান স্পোর্টিং ৷ আর ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ বি-তে ৷
গ্রুপ এ-তে মোহনবাগান সুপার জায়ান্টস, মহমেডান স্পোর্টিং ছাড়াও আছে, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি রেড, পাঠচক্র, সিএফসি ৷ বাকি দুই প্রধানের তুলনায় ইস্টবেঙ্গল অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে ৷ গ্রুপ বি-তে ইস্টবেঙ্গল, ভবানীপুর ক্লাব, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ ৷
25 জুন থেকে বল গড়ালেও তিন বড় দল জুলাই মাসের প্রথম সপ্তাহে মাঠে নামবে বলে ইঙ্গিত মিলেছে ৷ আইএফএ সেপ্টেম্বরের শুরুতে কলকাতা লিগ শেষ করতে চায় বলে সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন ৷ প্রিমিয়ার এ ও বি ডিভিশনকে চলতি মরসুমে মিশিয়ে দিয়েছে আইএফএ ৷ বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে অন্তত কুড়িটা ম্যাচ লিগে প্রতিটি দলের খেলা উচিত বলে পরামর্শ দেওয়া হয়েছে ৷ বিদেশি নির্ভরতা সরিয়ে নতুন ফুটবলার তুলে নিয়ে আসার লক্ষ্যে এই পদক্ষেপ জরুরি বলে বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে ৷ বিদেশি না থাকায় দু’টো ডিভিশন একে অপরের পরিপূরক বলে মনে করছে আইএফএ ৷
আরও পড়ুন:নতুন মরশুমে ইস্টবেঙ্গলে বিজয়ন-পুত্র, গতবারের এগারো ফুটবলারকে ছেঁটে ফেলল লাল-হলুদ