পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cafu in Kolkata: ব্রাজিল এখন আর নেইমার নির্ভর নয়: কাফু

মহমেডান মাঠে প্রদর্শনী ম্যাচেও অংশ নেবেন কাফু । কলকাতা ময়দানে শনিবার বিকেলে সাম্বার ঝলক দেখা যাবে । একই সঙ্গে এই ম্যাচে খেলতে দেখা যাবে প্রাক্তন অলিম্পিয়ান টেনিস তারকা লিয়েন্ডার পেজকে । ফুটবল খেলতে দেখা যাবে মনোজ তিওয়ারি-সহ একাধিক তারকাকে ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 4, 2022, 11:04 PM IST

কলকাতা, 4 নভেম্বর: চলতি মাসেই ফুটবল বিশ্বকাপে বল গড়াবে । প্রথমবার বিশ্ব ফুটবল মরশুমের মাঝপথে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নামবেন তারকা ফুটবলাররা । ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে । এই আবহে কলকাতায় 2002 ফুটবল বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক কাফু । চারদিনের সফরে তিলোত্তমায় সেলেকাওদের প্রাক্তন নেতা ।

শুক্রবার ভারতীয় ফুটবলের মক্কায় পা রেখেছেন তিনি । কাফুর হাতে এদিন সকালে ভারতের জাতীয় পতাকা তুলে দেওয়া হয় । হোটেলে এসে কলকাতার মিষ্টিও খেয়েছেন তিনি । শনিবার কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করবেন । নেতাজির 125তম জন্ম জয়ন্তীতে কলকাতা পুলিশের এই উদ্যোগ । শনিবার মহমেডান মাঠে প্রদর্শনী ম্যাচেও অংশ নেবেন কাফু । কলকাতা ময়দানে শনিবার বিকেলে সাম্বার ঝলক দেখা যাবে ।

একই সঙ্গে এই ম্যাচে খেলতে দেখা যাবে প্রাক্তন অলিম্পিয়ান টেনিস তারকা লিয়েন্ডার পেজকে । ফুটবল খেলতে দেখা যাবে মনোজ তিওয়ারি-সহ একাধিক তারকাকে । শুক্রবার বিকেলে রাজারহাটের এক হোটেলে কাফু বলেন, "কলকাতায় এসে খুব খুশি । ভারতের নাম শুনেছি । কাল খেলা হবে । এনজয় করব ।" ইংরেজি বলতে পারেন না । দোভাষীর সাহায্যে বিশ্বকাপের ফেভারিট টিমের নাম ঘোষণা করে দিলেন ব্রাজিলের দু'বারের বিশ্বকাপ জয়ী ফুটবলার । ব্রাজিলের প্রাক্তন অধিনায়কের মতে, কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে তাঁর দেশই ।

ব্রাজিল এখন আর নেইমার নির্ভর নয়

বিশ্বকাপ নিয়ে বলতে গিয়ে কাফু বলেন, এবার যে সময় বিশ্বকাপ হচ্ছে, তাতে সব ফুটবলারই খেলার মধ্যে আছে, ভালো ফুটবল হবে । কাতার বিশ্বকাপে ব্রাজিলই ফেভারিট । ব্রাজিলই জিতবে বিশ্বকাপ ।" নেইমারদের চ্যাম্পিয়ন হিসেবে দেখার কারণ ? কিংবদন্তির মতে, ব্রাজিল শুধু নেইমার নির্ভর নয় । ভিনিসিয়াস জুনিয়র, পাকুয়েতার মতো একাধিক ফুটবলার রয়েছে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর জন্য । অনুষ্ঠান শেষে ভারতীয় ফুটবল নিয়েও মুখ খোলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক । আগামিদিনে বিশ্বকাপে ভারতকে খেলতে দেখতে পেলে খুশি হবেন বলে জানালেন কাফু ।

আরও পড়ুন: টিকিট নেই তবু গ্রুপ ম্যাচ শেষে কাতারে যেতে পারবেন ফুটবল ফ্যানরা

শনিবারের ম্যাচের জার্সি উদ্বোধন হল এদিন কাফু, লিয়েন্ডার, মনোজের হাত ধরে । নিজের উইম্বলডনের জার্সি এদিন কাফুর হাতে তুলে দিলেন লিয়েন্ডার । উদ্যোক্তাদের তরফ থেকে তুলে দেওয়া হল দেশনায়ক নেতাজির ছবি । সব মিলিয়ে ভারতীয় ফুটবলের মক্কায় যেন আদ্যোপান্ত ভারতীয় হয়ে উঠলেন ব্রাজিলীয় তারকা । একই সঙ্গে তিনি বুঝতে পারলেন, সাম্বার দেশের সেরা খেলা নিয়ে উন্মাদনা দূর মহাদেশেও বর্তমান ।

ABOUT THE AUTHOR

...view details