কলকাতা, 5 নভেম্বর: শনিবাসরীয় বিকেলে হঠাৎ করেই রাজ্য ক্রিকেট প্রশাসনের সদর দফতরে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু (Cafu ) । চব্বিশ ঘণ্টা আগে কলকাতায় পা-দিয়েছেন । তারপর থেকেই ব্যস্ততার মধ্যে সময় কাটছে কিংবদন্তি এই ফুটবলারের। শনিবার বিকেলে মহমেডান ক্লাবের মাঠে পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনের পর প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা হঠাৎ করেই সিএবিতে (Cricket Association of Bengal) এসে হাজির হন ।
ব্রাজিলে ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী । পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন । কিংবদন্তির প্রাচুর্য আমাজনের দেশে । পাশাপাশি আরেকটি অবাক করা তথ্যও রয়েছে । ব্রাজিলে ক্রিকেট বোর্ডও রয়েছে । সেই বোর্ডের বয়স ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়েও বেশি । পড়ার ভুল বা লেখার ভুল নয়, ব্রাজিল ক্রিকেট কন্ট্রোল বোর্ড বয়সে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ে বড় । তাই ক্রিকেট খেলাটি সম্বন্ধে কাফু পরিচিত না-হলেও এই খেলাটির উপস্থিতি সম্পর্কে অবগত কিংবদন্তি এই ফুটবলার । ইডেনে ঢুকে ঘুরে দেখলেন । সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়ার সঙ্গেও দেখা করলেন । কলকাতায় পা-দিয়ে আতিথেয়তায় মুগ্ধ কাফু রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদর দফতরে প্রবেশ করেও বিস্মিত ।