ইটিভি ভারতের মুখোমুখি চ্যাপ্টার ওয়ানের সচিব শর্মি সেনগুপ্ত কলকাতা, 5 ডিসেম্বর: মিটেও যেন মিটতে চাইছে না রাজ্য টেবিল টেনিস সংস্থার প্রশাসনিক দ্বন্দ্ব । টেবিল টেনিসের প্রশাসনিক লড়াই বহু পুরানো । তথাকথিত প্রশাসকদের ক্ষমতার দম্ভ বারবার রাজ্য টেবিল টেনিস সংস্থাকে ক্ষতবিক্ষত করেছে । বিটিটিএ(বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন) ভেঙে হয়েছে ডব্লুবিটিটিএ(ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন)। তারপরেও সমস্যা মেটেনি । ফের সমস্যা মেটাতে তৈরি হয়েছে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। চারবছর এই সংস্থা যুগ্ম সচিবের নেতৃত্বে কাজ করেছে ৷ এখন ফের যুদ্ধংদেহী আবহ তৈরি হয়েছে অ্যাসোসিয়েশনকে কেন্দ্র করে । এবার এই নিয়ে মুখ খুললেন দক্ষিণবঙ্গের কুড়িটি সংস্থাকে নিয়ে তৈরি 'চ্যাপ্টার ওয়ানে'র সচিব শর্মি সেনগুপ্ত ৷
দক্ষিণবঙ্গ বনাম উত্তরবঙ্গ টেবিল টেনিসের প্রশাসনিক দ্বৈরথে এখন যা চলছে আইনি আস্ফালন এবং কাদা ছোড়াছুড়ি। দক্ষিণবঙ্গের কুড়িটি সংস্থা নিয়ে তৈরি হয়েছে চ্যাপ্টার ওয়ান ৷ সচিবের পদে বসে রয়েছেন শর্মি সেনগুপ্ত । গত মাসের 11 নভেম্বর বিএসটিটিএ-র 4 বছরের মেয়াদ শেষ হয়েছে । স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে নির্বাচন করা নিয়ে কেন টালবাহানা? 'চ্যাপ্টার টু' অর্থাৎ উত্তরবঙ্গের তরফে সেই অভিযোগই তোলা হচ্ছে ।
2019 সালের 11 নভেম্বর বিএসটিটিএ যাত্রা শুরু করলেও তাদের চলার পথ মোটেই মসৃণ ছিল না । দুই পক্ষই পরস্পরের দিকে আঙুল তুলেছে । 2012 সালে তৈরি হওয়া স্পোর্টস কোড অনুসারে প্রশাসনিক পদের বিন্যাস কেন হচ্ছে না, এক রাজ্য সংস্থার একজন সচিব কেন নয়, একটি নির্বাচন-সহ একাধিক বিষয় সামনে এসেছে । এই নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি 'চ্যাপ্টার ওয়ানে'র সচিব শর্মি সেনগুপ্ত বলেন, "সেক্রেটারি পদ তৈরি হলে দুই যুগ্ম সচিবের কাজ কী হবে?" তিনি আরও প্রশ্ন তোলেন, বাংলা এ এবং বি টিম যেহেতু তুলে দেওয়া হয়েছে তাহলে চ্যাপ্টার রাখার প্রয়োজন কী? 'চ্যাপ্টার ওয়ান' এবং 'চ্য়াপ্টার টু'-এর জন্য় আলাদা নির্বাচন নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ তাঁর মতে, স্পোর্টস কোড মেনেই এগোনো উচিত ৷ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলেও আশ্বাস তিনি ৷ 'চ্যাপ্টার টু'-এর যুগ্ম সচিব মান্তু ঘোষ অবশ্য উত্তর দেননি।
এই অবস্থায় জানুয়ারি মাসের 6 তারিখ থেকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হতে চলেছে ইয়ুথ ন্যাশানাল টেবিল টেনিস টুর্নামেন্ট। দেশের সেরা খেলোয়াড়রা এই খেতাবি যুদ্ধে নামবেন। তারই মধ্যে রাজ্য সংস্থার নির্বাচন করার দায় বিদায়ী কমিটির। একই সঙ্গে তা স্পোর্টস কোড মেনে নির্বাচন করার কঠিন পরীক্ষা রয়েছে। এককথায় রাজ্য টেবিল টেনিসের প্রশাসনিক দ্বৈরথ নিয়ে উত্তেজনা তুঙ্গে।
আরও পড়ুন:
- ওড়িশা এফসির ম্যাচে বাগান শিবিরে ফিরতে চলেছেন মনবীর, সময় লাগবে পেত্রাতোসের
- নিয়মরক্ষার ম্যাচে 6 রানে জয়, টি-20 সিরিজে অজিদের দুরমুশ করল টিম ইন্ডিয়া