সাও পাওলো, 30 নভেম্বর:7 অক্টোবর কন্যাসন্তানের জন্মের পর সোশাল মিডিয়ায় ঘটা করে জানিয়েছিলেন, তাঁদের জীবনের বৃত্ত সম্পূর্ণ করতে এসেছে মাভি ৷ অথচ সন্তান জন্মের দু'মাসও কাটল না ৷ বান্ধবী ব্রুনা বিয়াংকার্ডির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল নেইমার দ্য স্যান্তোস জুনিয়রের ৷ গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কানাঘুষো ৷ শেষ পর্যন্ত জল্পনায় সিলমোহর দিয়ে সোশাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করলেন ব্রুনা ৷
বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমারের বান্ধবী লেখেন, "এটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত ব্যাপার ৷ কিন্তু সংবাদমাধ্যমে যেভাবে খবরটা নিয়ে চর্চা চলছে, মশকরা চলছে তাতে আমি জানাতে বাধ্য হচ্ছি যে আমি কোনও সম্পর্কে আর নেই ৷" ব্রুনা আরও স্পষ্ট করে বলেছেন, "আমরা (ব্রুনা এবং নেইমার) মাভির মা-বাবা মানে এই নয় যে আমাদের সম্পর্কে থাকতেই হবে ৷ আশা করব এহেন মুচমুচে খবরে আপানারা আমাকে আর জড়াবেন না ৷"
2021 থেকে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সম্পর্কে ছিলেন সাও পাওলোর এই মডেল ৷ কিন্তু চলতি বছরে নেইমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ব্রুনা ৷ স্পেনের নাইটক্লাবে অন্য দুই মহিলার সঙ্গে ব্রাজিল ফুটবলারের পার্টি করার ফুটেজ সামনে আসার পর থেকেই এই সেলেব যুগলের সম্পর্কে তিক্ততা শুরু হয় ৷ যদিও ব্রুনার সঙ্গে সম্পর্কের বাইরে অন্য মহিলার সঙ্গে নেইমারের মেলামেশায় কোনও আপত্তি ছিল না ৷ তবে পুরোটাই ছিল শর্তাধীন ৷
নেইমার সেই শর্ত ভেঙেই অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন বলে দাবি করেছিলেন ব্রুনা ৷ যদিও ব্রুনা সন্তানসম্ভবা হওয়ার পর তাঁদের সম্পর্ককে একটা দ্বিতীয় সুযোগ দিতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন আল হিলাল ফুটবলার ৷ কিন্তু তারপরেও স্থায়ী হল না সেই সম্পর্ক ৷ সন্তান জন্মের দিনকয়েকের মধ্যেই বিচ্ছেদ ঘটল নেইমার-ব্রুনার ৷
আরও পড়ুন:
- 'সিদ্ধান্ত প্রত্যাহার করুন', পেনাল্টি পেয়েও রেফারির ভুল শুধরে শিরোনামে সিআর সেভেন
- বাবা হচ্ছেন নেইমার, প্রেমিকা ব্রুনার বেবি বাম্পে চুম্বনের ছবি ভাইরাল
- 'পরাজিত' নায়কের কাঁধে ভরসার হাত, চর্চার শিরোনামে পেরিসিচ-পুত্রের নেইমার-প্রীতি