টরেন্টো, 1 জুলাই : টোকিও অলিম্পিক্সে যে প্রতিযোগীরা স্তন্যপান করান, তাঁরা তাঁদের সন্তানদের গেমসে নিয়ে আসতে পারবেন ৷ কানাডিয়ান বাস্কেটবল খেলোয়াড় কিম গাউচারের আবেদনের ভিত্তিতে একথা জানিয়ে দিল অলিম্পিক্স কমিটি ৷
ইনস্টাগ্রামে তাঁর তিন মাসের কন্যাকে গেমসে নিয়ে আসার জন্য আবেদন করেন গাউচার ৷ তার ভিত্তিতেই আন্তর্জাতিক অলিম্পিক্স জানিয়ে দেয়, নিজেদের স্তন্যপায়ী সন্তানদের নিয়ে আসতে পারবেন সদ্য মা হওয়া অ্যাথলিটরা ৷
ইনস্টাগ্রামে 37 বছরের গাউচার বলেন, ‘‘ আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি তাঁকে দুটি বিকল্প বেছে নিতে বাধ্য করছে ৷ একটি হল অলিম্পিক্স থেকে নাম প্রত্যাহার, দ্বিতীয়টি 28 দিন আমার 3 মাসের কন্যাকে ছাড়া থাকা ৷’’
এরপরই বুধবার একটি বিবৃতি দেয় আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ৷ সেখানে আইওসির তরফে বলা হয়, ‘‘ যে সকল প্রতিযোগী স্তন্যপান করান, তাঁদের শিশুদের সহ জাপানে আসার একটি বিশেষ ব্যবস্থা করেছে টোকিও অলিম্পিক্স আয়োজক কমিটি ৷ বিষয়টি জানতে পেরে আমরা খুব খুশি ৷’’
আগেই আইওসির তরফে জানানো হয়েছিল, কোভিড বিধিনিষেধ থাকায় কোনও প্রতিযোগী তাঁর পরিবার নিয়ে আসতে পারবেন না ৷ তবে গাউচার একটি বিষয় উল্লেখ করেন, যেখানে আন্তর্জাতিক মিডিয়া, স্পনসর, ও নির্দিষ্ট সংখ্যক জাপানের দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বলে বলা হয়েছিল ৷
গাউচার প্রশ্ন তোলেন, ‘‘ জাপানের সমর্থকরা আসতে পারেন ৷ এরিনা অর্ধপূর্ণ হতে পারে , অথচ আমি আমার সন্তানের সঙ্গে থাকতে পারব না ? আমরা আবেদন জানিয়ে জানিয়ে ক্লান্ত ৷ কেউই কিছু করতে পারছেন না ৷ এটা 2021 ৷ কর্মরত মায়েদের সাধারণভাবে থাকতে দিন ৷’’
আরও পড়ুন : Youngest Grand Master : 12 বছরেই দাবার চক্রব্যূহ ভেদ করে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার অভিমন্যু মিশ্র
আইওসির প্রতিযোগীদের সন্তানদের গেমসে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার কথা গাউচার বুধবার সকালে পান ৷ বর্তমানে ফ্লোরিডায় অনুশীলন করেছেন তিনি ৷ সেখানেই তাঁর স্বামী, তাঁকে একথা জানান ৷ খবরটি জানার পর গাউচারের প্রতিক্রিয়া, ‘‘ আমি খুব খুশি ৷ যাঁর এর জন্য লড়াই করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই ৷’’