কলকাতা, 2 নভেম্বর: কলকাতায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু (Brazilian World Cup Winning Former Captain Cafu) । নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ৷ তার আগে কলকাতায় চলে আসবেন ব্রাজিলের প্রাক্তন ডিফেন্ডার (Cafu will Come Kolkata on November 2) ৷ পেলে, মারাদোনা মতো কিংবদন্তি আগেই এসেছেন ৷ লিওনেল মেসি, অলিভার কান একটি ম্যাচও খেলেছেন ৷ আর এবার কাফুকেও দেখা যাবে তিলোত্তমায় ৷ স্বাভাবিকভাবেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে কলকাতা ময়দানে ৷ কাফুর সঙ্গে একই মঞ্চে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷
কবে আসছেন কাফু ?
চলতি মাসের 4 তারিখ কলকাতায় আসতে চলেছেন ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক ৷ থাকবেন 7 নভেম্বর অর্থাৎ, সোমবার পর্যন্ত ৷ সূত্রের খবর, নভেম্বর মাসে উপমহাদেশে বেশ কিছু কর্মসূচি রয়েছে কাফুর ৷ কলকাতাতেও 4 দিন বিভিন্ন ফুটবল সম্পর্কিত কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি ৷ তবে, কোন অনুষ্ঠানে, কখন তিনি যোগ দেবেন, তার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি ৷ আপাতত জানানো হয়েছে পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করা ছাড়াও, বেঙ্গল পিয়ারলেস অলস্টার ইলেভেন এবং কলকাতা পুলিশ অলস্টার ইলেভেনে অংশ নেবেন ৷
এছাড়াও উঠতি ফুটবলারদের একটি কর্মশালায় যোগ দেবেন কাফু ৷ একটি চ্যাট শো-তে অংশ নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটি জার্সি তুলে দেবেন এই ব্রাজিলিয়ান ৷ এছাড়াও, সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি বল উপহার দেবেন তিনি ৷ ভারত সফরে বিশেষ করে কলকাতায় পা দেওয়ার ব্যাপারে মুখিয়ে রয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক নিজেও ৷