দোহা, 1 ডিসেম্বর: নেইমার এবং চোট যেন হরিহর আত্মা ৷ আর বড় প্রতিযোগিতা এলেই যেন সেই সমস্যা আরও তীব্র হয় ৷ সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচের পরই গোড়ালি ফুলে ঢোল হয়ে গিয়েছিল নেইমার জুনিয়রের (Neymar Jr) ৷ পরবর্তীতে চোটের দরুণ গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছিল আগেই ৷ এবার কি বিশ্বকাপের বাকি অংশ থেকেও ছিটকে যেতে হচ্ছে একদা ব্রাজিল ফুটবলের ওয়ান্ডার কিডকে ? এই প্রশ্নের উত্তরে জোর দিয়ে 'না' বলতে পারছে না ব্রাজিল টিম ম্যানেজমেন্ট ৷ ভারতীয় সময় শনিবার মধ্যরাতে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে সেলেকাও ৷ সেই ম্যাচের পরই বিশ্বকাপের বাকি অংশে নেইমারকে পাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে (Brazil to decide on Neymar after Cameroon game at World Cup) ৷
চোটের জেরে ক্যামেরুনের বিরুদ্ধে দুই সাইড-ব্যাক দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোকেও পাচ্ছে না তিতের দল (Danilo and Alex Sandro to miss Cameroon match) ৷ যদিও তাঁদের চোট গুরুতর নয় ৷ নক-আউটের শুরু থেকে দুই সাইড ব্যাক-কে পেতে তেমন অসুবিধা নেই বলেই ক্যামেরুনের বিরুদ্ধে নামার আগে জানালেন দলের সহকারী কোচ ৷