দোহা,6 ডিসেম্বর:গোলের ঝর্ণাধারায় দক্ষিণ কোরিয়াকে ধুইয়ে শেষ আটে ব্রাজিল। সোমবার রাতে ম্যাচর স্কোরবোর্ড ব্রাজিল 4 দক্ষিণ কোরিয়া 1। চোট সারিয়ে মাঠে ফিরে গোল পেলেন নেইমার। 12 মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল প্যারিস সাঁজা-র তারকার। শেষ 6টি আর্ন্তজাতিক গোল তিনি করলেন পেনাল্টি থেকে। তার আগে খেলা শুরুর 6 মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের তৃতীয় গোল রিচার্লসনের। ম্যাচের 29 মিনিটে। চতুর্থ গোল 36 মিনিটে,পাকুয়েতার।
খাতায় কলমে ব্রাজিল যে এই ম্যাচে ফেভারিট হিসেবেই শুরু করেছিল তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। বেটিংয়ের বাজারেও ব্রাজিলেরই রমরমা। আকর্ষণের ভরকেন্দ্রে অবশ্যই ছিলেন নেইমার জুনিয়র। কোচ তিতে আগেই জানিয়েছিলেন তাঁদের দলের নম্বর টেন সুস্থ এবং ফিরছেন। তবে তাঁর ফিটনেসটা কোন জায়গায় রয়েছে তা নিয়ে প্রশ্ন খানিকটা হলেও ছিল।
আরও পড়ুন:'ওয়ার্ল্ডস গ্রেটেস্ট শো'য়ে সবার্ধিক ম্যাচ খেলেছেন কোন কোন তারকা ? দেখে নিন একঝলকে