পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA world cup 2022: নেইমার ফিরলেন, গোলও করলেন, দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে শেষ আটে ব্রাজিল - next round of FIFA World Cup

কার্যত একপেশে ম্যাচের স্কোরবোর্ড ব্রাজিল 4 দক্ষিণ কোরিয়া 1। চোট সারিয়ে মাঠে ফিরে গোল পেলেন নেইমার। শেষ আটে ব্রাজিল খেলবে ক্রোয়েশিয়ার সঙ্গে (Brazil to play Croatia in the next round of FIFA World Cup) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 6, 2022, 6:42 AM IST

Updated : Dec 6, 2022, 7:35 AM IST

দোহা,6 ডিসেম্বর:গোলের ঝর্ণাধারায় দক্ষিণ কোরিয়াকে ধুইয়ে শেষ আটে ব্রাজিল। সোমবার রাতে ম্যাচর স্কোরবোর্ড ব্রাজিল 4 দক্ষিণ কোরিয়া 1। চোট সারিয়ে মাঠে ফিরে গোল পেলেন নেইমার। 12 মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল প্যারিস সাঁজা-র তারকার। শেষ 6টি আর্ন্তজাতিক গোল তিনি করলেন পেনাল্টি থেকে। তার আগে খেলা শুরুর 6 মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের তৃতীয় গোল রিচার্লসনের। ম্যাচের 29 মিনিটে। চতুর্থ গোল 36 মিনিটে,পাকুয়েতার।
খাতায় কলমে ব্রাজিল যে এই ম্যাচে ফেভারিট হিসেবেই শুরু করেছিল তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। বেটিংয়ের বাজারেও ব্রাজিলেরই রমরমা। আকর্ষণের ভরকেন্দ্রে অবশ্যই ছিলেন নেইমার জুনিয়র। কোচ তিতে আগেই জানিয়েছিলেন তাঁদের দলের নম্বর টেন সুস্থ এবং ফিরছেন। তবে তাঁর ফিটনেসটা কোন জায়গায় রয়েছে তা নিয়ে প্রশ্ন খানিকটা হলেও ছিল।

আরও পড়ুন:'ওয়ার্ল্ডস গ্রেটেস্ট শো'য়ে সবার্ধিক ম্যাচ খেলেছেন কোন কোন তারকা ? দেখে নিন একঝলকে

80 মিনিট মাঠে ছিলেন । খেলায় খানিক জড়তা ছিল না বললে ভুলই হবে। তবুও শুধু তাঁর ফিরে আসাতেই সতীর্থরা চনমনে হয়ে ওঠেন। প্রথম 36 মিনিটেই চার গোল। প্রতিটি গোলের ক্ষেত্রেই ব্রাজিলিয়ানরা নতুন নতুন সেলিব্রেশনে মাতলেন। কোচ তিতেও বাদ গেলেন না তাতে।
পাসের জালে প্রথম মিনিট থেকে প্রতিপক্ষকে উড়িয়ে ম্যাচের রাশ নিজেদের তুলে নিয়েছিল সেলেকাওরা। প্রথম 45 মিনিটের চার গোল আসায় আশা করা গিয়েছিল সেকেন্ড হাফে সংখ্যাটা আরও বাড়বে । কিন্তু তা হল কই!

ম্যাচের গতি কমিয়ে প্রতিআক্রমণাত্মক ফুটবলে রক্ষণভাগের সহনক্ষমতা দেখে নিল ব্রাজিল। গোলরক্ষক অ্যালিসন বেকারের দু'দুটো অসাধারণ সেভ দক্ষিণ কোরিয়ার ব্যবধান কমানোর চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় প্রথমে। তবুও দক্ষিণ কোরিয়া ব্যবধান কমাতে সফল হল 76 মিনিটে পাইকের দুরন্ত ভলিতে করা গোলে। সবমিলিয়ে শেষ আটে চলে গেল ব্রাজিল। পরের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

Last Updated : Dec 6, 2022, 7:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details