পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে অলিম্পিক্সের টিকিট পেলেন লভলিনা - প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন

Boxer Lovlina Borgohain Qualifies for Paris Olympics in 19th Asian Games: এশিয়াডে মেয়েদের 75 কেজি বিভাগের ফাইনালে উঠলেন বক্সার লভলিনা বর্গহাইন ৷ সেই সঙ্গে আগামী বছর প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন ভারতীয় বক্সার ৷

Image Courtesy: SAI Media Twitter/X
Image Courtesy: SAI Media Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 3:17 PM IST

হ্যাংঝাউ, 3 অক্টোবর: আগামী বছর প্যারিসে আয়োজিত অলিম্পিক গেমসে যোগ্যত অর্জন করলেন ভারতীয় মহিলা বক্সার লভলিনা বর্গহাইন ৷ এশিয়াডে মেয়েদের 75 কেজি বাউটের ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে নিদেনপক্ষে রুপোর পদক এবে সেইসঙ্গে অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করে ফেললেন তিনি ৷ এদিন সেমিফাইনালে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রথম রাউন্ড 5-0 ব্যবধানে জেতেন তিনি ৷

ফাইনালে লভলিনা সোনার পদকের জন্য লড়াইয়ে নামবেন ৷ তার আগে এদিন শেষ চারের লড়াইয়ে প্রথম রাউন্ড থাই প্রতিপক্ষ বাইসন মানিকনকে কাবু করে ফেলেন ৷ নিজের উচ্চতার ফায়দা তুলে একের পর এক পাঞ্চে প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেন ৷ প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার 25 সেকেন্ড আগে আক্রমণে যান তিনি ৷ আর তাতেই প্রথম রাউন্ডেই জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ৷ আর দ্বিতীয় রাউন্ডে শক্তির সঙ্গে সঙ্গে নিজের বক্সিং স্কিল এবং ফুটওয়ার্ক দেখান লভলিনা ৷ ফুট ওয়ার্কের কারণে প্রতিপক্ষের আক্রমণকে সফলভাবে প্রতিহত করেন ৷

আরও পড়ুন:তিরন্দাজির ফাইনালে অভিষেক-ওজাস, পদক নিশ্চিত করলেন জ্যোতি সুরেখাও

তবে, কখনই আক্রমণ থেকে সরে আসেননি ৷ তবে, থাইল্যান্ডের বক্সারের কয়েকটি দুরন্ত পাঞ্চের কারণে দ্বিতীয় রাউন্ডে তাঁকেই জয়ী ঘোষণা করেন বিচারকরা ৷ তবে, তৃতীয় রাউন্ডে জয়ের জন্য ঝাঁপানো দুই বক্সার বেশ কয়েকবার নিয়ম ভাঙেন ৷ যার কারণে রেফারি তাঁদের দু’জনকেই সতর্ক করে দেন ৷ তৃতীয় তথা ফাইনাল রাউন্ডের বেল পড়ার আগে কয়েকটি আকর্ষণীয় পাঞ্চে লিড নেন লভলিনা ৷ ফলে তৃতীয় রাউন্ড শেষ হতেই বিজয়ী ঘোষণা করা হয় ভারতীয় বক্সারকে ৷ সেই সঙ্গে ফাইনালে সোনার লড়াইয়ে নামবেন তিনি ৷ আর আগামী বছর প্যারিস অলিম্পিক্সেরও যোগ্যতা অর্জন করে নিয়েছেন লভলিনা বর্গহাইন ৷

ABOUT THE AUTHOR

...view details