পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWG 2022: নীতু ঘাংহাস ও অমিত পাঙ্ঘালের হাত ধরে বক্সিংয়ে জোড়া সোনা ভারতের - Boxer Amit Panghal and Nitu Ghanghas Win Gold

এবারের কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলি সোনালি রঙে ভরে উঠছে ৷ একের পর এক অ্যাথলিটরা পাচ্ছেন পদক ৷ এ মরশুমে প্রথম বক্সিংয়ে এল সোনা ৷ তাও জোড়া ৷ বক্সার নীতু ঘাংহাস এবং অমিত পাঙ্ঘালের হাত ধরে এল সোনা (Boxer Amit Panghal and Nitu Ghanghas Win Gold)৷ এ নিয়ে ভারত 15 টি স্বর্ণপদক জিতে নিল ৷

CWG 2022
বক্সার নীতু ও অমিতের হাত ধরে এল সোনা

By

Published : Aug 7, 2022, 5:27 PM IST

বার্মিংহ্যাম, 7 অগস্ট: কমনওয়েলথ গেমসের দশমদিন আজ ৷ চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দুর্ধর্ষ পারফরম্যান্স করছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ অনেক চেনা নামের সঙ্গে পদকতালিকায় জুড়ছে অনেক অচেনা নামও ৷ প্রতিদিনই পদক আসছে ভারতের ঝুলিতে ৷ রবিবারও তার অন্যথা হল না ৷ বক্সার নীতু ঘাংহাস এবং অমিত পাঙ্ঘালের হাত ধরে জোড়া সোনা এল ভারতের ঝুলিতে (Boxer Amit Panghal and Nitu Ghanghas Win Gold)৷

মহিলাদের (48 কেজি) বিভাগে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয় ছিনিয়ে নেন নীতু । জয়ের ব্যবধান 5-0 ৷ এদিন ফাইনালে ইংল্যান্ডের ডেমি-জেডকে দাঁড়াতেই দেননি হরিয়ানার বছর একুশের বক্সার। বুদ্ধিমত্তার সঙ্গে গেমে প্রথম থেকে লিড ধরে রেখে বাজিমাত করে যান নীতু ৷

অনতিপরেই সোনা জয়ের লক্ষ্যে নামেন অমিত পাঙ্ঘাল ৷ তাঁরও লড়াই ছিল ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৷ নীতুর মতোই পুরুষদের 51 কেজি বিভাগে কিয়ারান ম্যাকডোনাল্ডকে 5-0 ব্যবধানে হারিয়ে পোডিয়াম শীর্ষে ফিনিশ করেন তিনি। এ বারই প্রথম কমনওয়েলথ গেমসে নেমেছেন ভারতীয় বক্সার। আর প্রথম বারেই সেরার সেরা সাফল্য পেলেন ৷ হাড্ডাহাড্ডি গেমে প্রতিদ্বন্দীকে 5-0 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক ছিনিয়ে নেন অমিত ৷

আরও পড়ুন:টোকিয়োর হতাশা ভুলিয়ে কমনওয়েলথে ব্রোঞ্জ মহিলা হকি দলের

এ নিয়ে চলতি কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত 15টি স্বর্ণপদক এল ভারতের ঝুলিতে। রুপো এসেছে 11টি, ব্রোঞ্জ 17টি ৷ সর্বমোট পদক সংখ্যা 43 ৷ পদক তালিকায় ভারতের স্থান রয়েছে পাঁচে ৷

For All Latest Updates

TAGGED:

CWG 2022

ABOUT THE AUTHOR

...view details