বার্মিংহ্যাম, 7 অগস্ট: কমনওয়েলথ গেমসের দশমদিন আজ ৷ চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দুর্ধর্ষ পারফরম্যান্স করছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ অনেক চেনা নামের সঙ্গে পদকতালিকায় জুড়ছে অনেক অচেনা নামও ৷ প্রতিদিনই পদক আসছে ভারতের ঝুলিতে ৷ রবিবারও তার অন্যথা হল না ৷ বক্সার নীতু ঘাংহাস এবং অমিত পাঙ্ঘালের হাত ধরে জোড়া সোনা এল ভারতের ঝুলিতে (Boxer Amit Panghal and Nitu Ghanghas Win Gold)৷
মহিলাদের (48 কেজি) বিভাগে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয় ছিনিয়ে নেন নীতু । জয়ের ব্যবধান 5-0 ৷ এদিন ফাইনালে ইংল্যান্ডের ডেমি-জেডকে দাঁড়াতেই দেননি হরিয়ানার বছর একুশের বক্সার। বুদ্ধিমত্তার সঙ্গে গেমে প্রথম থেকে লিড ধরে রেখে বাজিমাত করে যান নীতু ৷