দিল্লি, 27 অগাস্ট : প্রয়াত অরুণ জেটলিকে নিজের পিতৃসম বলে উল্লেখ করেছিলেন গৌতম গম্ভীর ৷ এবার প্রয়াত নেতার স্মরণে দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সের নামকরণের অনুরোধ জানালেন পূর্ব দিল্লির সাংসদ ৷
কমপ্লেক্সের নাম বদল করার অনুরোধ জানিয়ে গম্ভীর চিঠি দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাজাজকে ৷
BJP-র টিকিটে সদ্য লোকসভায় সাংসদ নির্বাচিত হয়েছেন গম্ভীর । তিনিই জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেন, ''একজন বাবা মুখে বুলি ফোটাতে শেখান, কিন্তু একজন পিতৃসম ব্যক্তি কথা বলতে শেখান । বাবা হাঁটতে শিখিয়েছেন । তবে পিতৃসম একজন সামনে এগিয়ে যেতে শিক্ষা দিয়েছেন । বাবা আমাদের নাম দেন । তবে আমাদের পরিচয় দেন পিতৃসম কোনও একজন ।''
তাঁর জীবনের একটা অংশ চলে গেল, জেটলির প্রয়াণের পর এমনটাই লিখেছিলেন গম্ভীর ৷ তাই জেটলিকে স্মরণ করে স্পোর্টস কমপ্লেক্সের নাম বদলের প্রস্তাব রাখলেন সদ্য নির্বাচিত সাংসদ ৷