বার্মিংহাম, 29 জুলাই: জাঁকজমকের সঙ্গে 2022 কমনওয়েলথ গেমসের উদ্বোধন হল বার্মিহামের আলেকজেন্ডার স্টডিয়ামে (Birmingham Commonwealth Games 2022 Opening Ceremony) ৷ যেখানে ভারতীয় প্রতিযোগিদের নেতৃত্ব দিলেন শাটলার পিভি সিন্ধু এবং পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (PV Sindhu and Manpreet Singh Lead Indian Contingent at Opening Ceremony of Birmingham Commonwealth Games) ৷ পিভি সিন্ধু (P V Sindhu) এবং মনপ্রীত যৌথভাবে ভারতের পতাকাবাহকের ভূমিকা পালন করেন এদিন ৷ প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকে পতাকা বাহক হিসাবে বাছা হয়েছিল ৷ কিন্তু, চোটের কারণে তিনি কমনওয়েলথ গেমস থেকে নিজের নাম তুলে নেন ৷
ড্রামার-পার্কশনিস্ট আব্রাহাম প্যাডি টেটেহ এর পারফর্মেন্স দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ৷ এর পর ভারতীয় ধ্রুপদী সঙ্গীত শিল্পী তথা সুরকার রঞ্জনা ঘটক মঞ্চে পারফর্ম করেন ৷ যেখানে বার্মিংহাম শহরের বৈচিত্র্য তুলে ধরা হয় ৷ 2012 সালে আয়োজিত লন্ডন অলিম্পিক্সের পর কমনওয়েলথ গেমস 2022 (Birmingham Commonwealth Games 2022) ব্রিটেনের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট ৷ আর প্যানডেমিকের আবহে এত বড় একটা প্রতিযোগিতার আয়োজন ব্রিটেন অলিম্পিক কমিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷