কলকাতা, 23 জুলাই:একবার থমকে যাওয়া দলবদল যখন সবে ফের শুরু হয়েছে তখনই ধাক্কা খেল ইস্টবেঙ্গল। বাংলার গোলরক্ষক ভাস্কর রায়কে দলে নিল মুম্বই সিটি এফসি । বাঙালি গোলরক্ষকটি গত আই লিগে দুরন্ত পারফরম্যান্স করে নজরে পড়েন । নতুন মরসুমের জন্য দলগঠনের যে তালিকা লাল-হলুদ রিক্রুটাররা করেছিলেন তাতে নাম ছিল ভাস্করের (Bhaskar Roy)। শোনা গিয়েছিল সই পর্ব শুরু করা হলে বাঙালি গোলরক্ষককেই প্রথম সই করানো হবে । চুক্তি সমস্যা মিটে গিয়ে নতুন কোম্পানি তৈরি হচ্ছে লাল-হলুদ শিবিরে ৷ নাম ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড ৷ এবারই দল গড়ার দিকে নজর দিতে শুরু করেছিলেন লাল-হলুদ কর্তারা ৷ তখনই ধাক্কা খেতে হল তাদের ৷
আইএসএলের অন্যতম সেরা দল মুম্বই সিটি এফসি শুক্রবার গোলরক্ষক ভাস্কর রায়কে সই করাল । 2024 সাল পর্যন্ত 28 বছর বয়সি এই ফুটবলারের সঙ্গে ক্লাবের চুক্তি হয়েছে । ভাস্কর রাজস্থান ইউনাইটেড এফসির হয়ে 2021-22 সালের আই লিগে গোল্ডেন গ্লাভস জিতেছেন । রাজস্থান ইউনাইটেডের হয়ে আই লিগে 17 ম্যাচে 44টি সেভ করেছেন । এই গোলরক্ষক কলকাতায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার শিবিরেও দক্ষতার পরিচয় দেন অতীতে ৷ ভারতীয় নৌবাহিনী, কেএফএ সাদার্ন সমিতি এবং সার্ভিসেসের হয়েও খেলেছেন । 2015 ও 2016 সালে সন্তোষ ট্রফি জেতা সার্ভিসেস দলে ছিলেন ভাস্কর । পরের মরসুমে ভাস্কর আই লিগের দল মিনার্ভা পঞ্জাবে চলে যান ৷ সেখানে তিনি তিনটি মরশুম কাটিয়েছিলেন । 2019 সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা পর্যায় ও এএফসি কাপে খেলেন । পঞ্জাবের প্রথম আই লিগ শিরোপা জয়ী দলেরও অংশ ছিলেন তিনি ।