কলকাতা, 26 জানুয়ারি : আগামী শনিবার চলতি আইএসএলের ফিরতি কলকাতা ডার্বি। বাঙালির বড় ম্যাচ ঘিরে সেই উত্তাপ নেই তবে চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিউতি। ইস্টবেঙ্গল লিগ টেবিলের একেবারে তলানিতে, ভাল জায়গায় নেই এটিকে মোহনবাগানও। দারুন শুরু করেও পিছিয়ে পড়েছে মেরিনার্সরা। আর লাল-হলুদ তো শুরু থেকেই খোঁড়াচ্ছে। যদিও আট নম্বরে থাকা এটিকে মোহনবাগান এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিলে সমীকরণ বদলে যাবে অনেকটাই। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের লক্ষ্য লজ্জা এড়ানো। আর চলতি টুর্নামেন্টে দুই প্রধান যে ইস্যুতে একই মেরুতে দাঁড়িয়ে, তা হল গোলরক্ষক সমস্যা।
প্রাক্তন তারকা গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায় অমরিন্দর সিং এবং অরিন্দম ভট্টাচার্যের পারফরম্যান্সে বেশ হতাশ (Bhaskar Ganguly is disappointed to see Arindam and Amrinder performances) । তিনি বলছেন, ''গোটা ভারতেই ভাল গোলরক্ষক তৈরি হচ্ছে না। ফলে সমস্যা হচ্ছে সকলেরই। ডার্বিতে যে কোনও সময় যে কোনও দল গোল খেয়ে যেতে পারে। কারণ অরিন্দম বা অমরিন্দর কেউই ছন্দে নেই। অরিন্দম আগের দিন যে গোলটা প্রথমে হজম করল তাতে আত্মবিশ্বাসের অভাব পরিষ্কার।'' অথচ এসসি ইস্টবেঙ্গলে চলতি মরশুমে যোগ দেওয়া অরিন্দম এটিকে মোহনবাগানের জার্সিতে গতবারের গোল্ডেন গ্লাভস জয়ী।