কলকাতা, 19 সেপ্টেম্বর: ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিতে সোমবার কলকাতায় এসেছিলেন বাইচুং (Bhaichung Bhutia) । প্রেসিডেন্ট পদের নির্বাচনে পরাজিত হলেও ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য তিনি। দেশের ফুটবলের ভবিষ্যত রূপরেখা এবং দরজায় কড়া নাড়তে থাকা মেয়েদের অনুর্ধ্ব 17 বিশ্বকাপ ঘিরে ইতিবাচক পরিকল্পনা রূপায়ণের পক্ষে জোরালো সওয়াল করেছেন 'পাহাড়ি বিছে' (Bhaichung Bhutia Shares His Thought)।
দেশের ফুটবলের রূপরেখা নিয়ে তাঁর মত সওয়াল করেছেন ভালেঙ্কাও। এরই পাশাপাশি বাইচুং কার্যকরী কমিটির বৈঠকের পর দেশের শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব বিশেষ করে ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan), মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) হয়ে ব্যাট ধরলেন। প্রাইভেট লিগ খেলার জন্য শতাব্দী প্রাচীন ক্লাবগুলোকে লিমিটেড কোম্পানি করার কারণ দেখেন না তিনি।
বাইচুং বলেন, "দেশের শতাব্দী প্রাচীন ক্লাবগুলো বিশেষ করে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংকে প্রাইভেট লিগ খেলার জন্য লিমিটেড কোম্পানি করার দরকার নেই। স্প্যানিশ লিগে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের জন্য সমর্থন রয়েছে। কিন্তু তাদের এই সমস্যায় পড়তে হয়নি। সেরকম এখানেও করা যেতে পারে। একশো বছর ধরে দেশীয় ফুটবলকে সেবা করে ফেলেছে ওরা। তাদের প্রাইভেট লিগ খেলার জন্য চোদ্দো-পনেরো কোটি টাকা দিতে হবে কেন?"
আরও পড়ুন:ফেডারেশনের সতর্কতার মধ্যেই সুনীলের উত্তরসূরীর খোঁজে ইগর স্টিমাচ