কলকাতা, 16 অগস্ট:ভারতীয় ফুটবলকে ফিফার নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে সরব হলেন বাইচুং ভুটিয়া। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, এটা কঠোর সিদ্ধান্ত। পাশাপাশি তিনি এও মনে করেন, এটাই ভারতীয় ফুটবলের খোলনোলচে বদলে ফেলার সেরা সুযোগ (Bhaichung Bhutia Reacts on FIFA Bans AIFF)।
ফিফা-র তরফে বলা হয়েছে, ভারতীয় ফুটবলে তৃতীয়পক্ষের এই হস্তক্ষেপ ফুটবলের নিয়ামক সংস্থার গভর্নিং বডির আইনবিরুদ্ধ । 85 বছরের ইতিহাসে এই প্রথম এআইএফএফকে নিষিদ্ধ করল ফিফা। তবে দ্রুত নির্বাচন করতে পারলে এই সমস্যার সমাধানও হতে পারে। বাইচুং এ বিষয়ে বলেন, "খুবই দুর্ভাগ্যজনক যে, ফিফা ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করেছে। আমার মনে হয় ফিফার অত্যন্ত কঠোর একটা সিদ্ধান্ত এটা ।" তবে এতে ভারতীয় ফুটবলের উন্নতির রাস্তা সুগম হবে বলে মনে করেন বাইচুং। তিনি আরও বলেন, "আমি মনে করি এটা আমাদের ফুটবল সিস্টেমকে সঠিক করার একটা দারুণ সুযোগ। তবে সমস্ত স্টেকহোল্ডার- ফেডারেশন, রাজ্য সংস্থাকে, ক্রীড়ামন্ত্রককে হয়ে সিস্টেমটা সঠিকভাবে চালাতে হবে। যাতে ভারতীয় ফুটবলের উন্নতি হয়।"