কলকাতা, 5 ফেব্রুয়ারি: বাঁদিক থেকে ভাসানো সেন্টার সাইড ভলিতে জালে পাঠালেন জাভি হার্নান্দেজ । 78 মিনিটে ম্যাচের সেরা মুহূর্ত জাভির ওই গোলটাই । 93 মিনিটে জাভি হার্নান্দেজেরই পাস থেকে দ্বিতীয় গোল রয় কৃষ্ণার । দুই প্রাক্তনীর গোলে সবুজ-মেরুনের আশার কফিনে শেষ পেরেক । যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে লিগ টেবিলে প্রথম ছয়ে ঢুকে পড়ার দাবি জোরালো করল বেঙ্গালুরু এফসি (ATK Mohun Bagan VS Bengaluru FC Match Result)। টানা পাঁচ ম্যাচে জয় । সাইমন গ্রেসনের ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে জোরালোভাবে। 95 মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান দিমিত্রি পেত্রাতোস । গোল করে এবং করিয়ে ম্যাচের সেরা জাভি হার্নান্দেজ ।
হুগো বুমোস কার্ড সমস্যায় এই ম্যাচে ছিলেন না । তার বদলে ফেডেরিকো গালেগোকে একাদশে রাখলেও সেই ঝাঁঝটাই অমিল সুয়ারেজদের দেশের ফুটবলারটির মধ্যে। এটিকে মোহবাগান বনাম বেঙ্গালুরু এফসির নব্বই মিনিটের যুদ্ধ আদতে প্রাক্তনীদের লড়াই । দুরন্ত লড়াইয়ের মশলা মজুত থাকলেও তাতে আগুন জ্বলেনি । দুই কোচের ট্যাকটিক্যাল লড়াইয়ে মাঠে উপস্থিত 18 হাজার দর্শক বিবর্ণ ম্যাচের সাক্ষী রইলেন । প্রথমার্ধে আশিস রাই'য়ের দুটো শট ছাড়া সবুজ-মেরুন আক্রমণ নেই ।