পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Bengaluru FC কলকাতায় খেলতে এসে বর্ণবিদ্বেষের শিকার বেঙ্গালুরু, জমা পড়ল অভিযোগ - Bengaluru FC allege player racially abused

সুনীল ছেত্রীর (Sunil Chhetri) দলের অভিযোগের তির ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) বিরুদ্ধে। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে ভারতীয় বায়ুসেনার মুখোমুখি হয়েছিল ব্লুজরা ৷ ওই ম্যাচেই বেঙ্গালুরুর (Bengaluru FC) এক ফুটবলারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ৷

Etv Bharat
কলকাতায় খেলতে এসে বর্ণবিদ্বেষের শিকার বেঙ্গালুরু

By

Published : Aug 24, 2022, 9:58 PM IST

কলকাতা, 24 অগস্ট: ফুটবল মক্কায় ডুরান্ড কাপ খেলতে এসে বর্ণবিদ্বেষের শিকার বেঙ্গালুরু এফসি ৷ জাতপাত তুলে কটূক্তি করা হয়েছে দলের খেলোয়াড়কে, এই মর্মে অভিযোগ দায়ের করা হল বেঙ্গালুরু এফসি-র তরফে (Bengaluru FC allege player racially abused by opposition) ৷ সুনীল ছেত্রীর (Sunil Chhetri) দলের অভিযোগের তির ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) বিরুদ্ধে। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে ভারতীয় বায়ুসেনার মুখোমুখি হয়েছিল 'ব্লুজ'-রা ৷ ওই ম্যাচেই বেঙ্গালুরুর এক ফুটবলারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ৷

বেঙ্গালুরু এফসি ডুরান্ড কর্তৃপক্ষকে অভিযোগপত্রে লিখেছে, "মঙ্গলবার সন্ধেয় ডুরান্ড কাপের ম্যাচ চলাকালীন আমাদের একজন ফুটবলারকে প্রতিপক্ষের এক ফুটবলার জাতপাত তুলে গালিগালাজ করেন ৷ বিষয়টি নিয়ে বেঙ্গালুরু এফসি সচেতন ৷ আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের অভিধানে বৈষম্যের কোনও স্থান নেই। ফুটবল সকলের জন্য।"

আরও পড়ুন:ওল্ড ট্র্যাফোর্ডে পা দিলেন ক্যাসেমিরো, লিভারপুলকে উড়িয়ে তিন পয়েন্ট এল রেড ডেভিলসদের ঘরে

উল্লেখ্য, ভারতীয় বায়ু সেনাকে হারিয়ে ডুরান্ড কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু এফসি। মঙ্গলবার ভারতীয় বায়ুসেনাকে 4-0 গোলে হারিয়েছে সুনীল ছেত্রী অ্য়ান্ড কোম্পানি ৷ 'ব্লুজ'-দের হয়ে গোল করেন রয় কৃষ্ণা (Roy Krishna), সুনীল ছেত্রী, ফয়জল আলি এবং শিবশক্তি নারায়ণন ৷ আগামী মঙ্গলবার গতবার আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন এফসি গোয়ার বিপক্ষে মাঠে নামবে তারা ৷ ম্যাচের আগে সাইমন গ্রেসনের দল এক সপ্তাহের বিরতি পেয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details