কলকাতা, 24 অগস্ট: ফুটবল মক্কায় ডুরান্ড কাপ খেলতে এসে বর্ণবিদ্বেষের শিকার বেঙ্গালুরু এফসি ৷ জাতপাত তুলে কটূক্তি করা হয়েছে দলের খেলোয়াড়কে, এই মর্মে অভিযোগ দায়ের করা হল বেঙ্গালুরু এফসি-র তরফে (Bengaluru FC allege player racially abused by opposition) ৷ সুনীল ছেত্রীর (Sunil Chhetri) দলের অভিযোগের তির ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) বিরুদ্ধে। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে ভারতীয় বায়ুসেনার মুখোমুখি হয়েছিল 'ব্লুজ'-রা ৷ ওই ম্যাচেই বেঙ্গালুরুর এক ফুটবলারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ৷
বেঙ্গালুরু এফসি ডুরান্ড কর্তৃপক্ষকে অভিযোগপত্রে লিখেছে, "মঙ্গলবার সন্ধেয় ডুরান্ড কাপের ম্যাচ চলাকালীন আমাদের একজন ফুটবলারকে প্রতিপক্ষের এক ফুটবলার জাতপাত তুলে গালিগালাজ করেন ৷ বিষয়টি নিয়ে বেঙ্গালুরু এফসি সচেতন ৷ আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের অভিধানে বৈষম্যের কোনও স্থান নেই। ফুটবল সকলের জন্য।"