পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

National TT Championship: ভূস্বর্গে জাতীয় টিটিতে সেরা অঙ্কুর-জিৎ, রানার্স সুতীর্থা

ভূস্বর্গে শেষ হয়েছে 84তম আন্তঃরাজ্য সিনিয়র জাতীয় টেবল টেনিস টুর্মামেন্ট ৷ সেখানে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন বাংলার জিৎ চন্দ্র ও অঙ্কুর ভট্টাচার্য । রানার-আপ হয়েছেন সুতির্থা মুখোপাধ্যায় (Bengal Paddlers showed their class in National TT Championship)৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 28, 2023, 9:37 AM IST

কলকাতা, 28 মার্চ: ভুস্বর্গে সেরা জিৎ-অঙ্কুর, রানার্স সুতীর্থা মুখোপাধ্যায় । জম্মুতে 84তম আন্তঃরাজ‌্য সিনিয়র জাতীয় টেবল টেনিস টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে চ‌্যাম্পিয়ন হলেন বাংলার জিৎ চন্দ্র ও অঙ্কুর ভট্টাচার্য । সোমবার ফাইনালে তাঁরা 11-6, 11-7, 11-6 ব‌্যবধানে তেলেঙ্গানার মহম্মদ আলি ও বংশ সিংঘলকে হারিয়েছেন । তবে মহিলাদের সিঙ্গলসে একটুর জন‌্য খেতাব হাতছাড়া হয়েছে বাংলার সুতীর্থা মুখোপাধ‌্যায়ের (Bengal Paddlers showed their class in National TT Championship) ।

গতবারের চ‌্যাম্পিয়ন শ্রীজা আকুলার কাছে 4-2 গেমে হার মানেন সুতীর্থা । হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছোট ভুলের খেসারত দিতে হল নৈহাটির সুতীর্থাকে । রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার পরই জাতীয় খেতাব জয়ের পরিকল্পনার কথা শুনিয়েছিলেন তিনি । শেষ পর্যন্ত তা ফসকে যাওয়ায় স্বাভাবিকভাবেই অখুশি । তবে দ্রুত ঘুরে দাঁড়াতে চান । পুরুষদের সিঙ্গলসে চ‌্যাম্পিয়ন হলেন জি সাথিয়ান, হারিয়েছেন হরমিত দেশাইকে । মিক্সড ডাবলসের ফাইনালে মানব ঠক্কর ও অর্চনা কামাথ জুটির কাছে হেরে রানার্স হলেন বাংলার অঙ্কুর ও মৌমিতা দত্ত । মহিলাদের ডাবলসেও চ‌্যাম্পিয়ন হলেন শ্রীজা, দিয়া চিতালেকে সঙ্গে নিয়ে । পুরুষদের ডাবলসে সোনা জয়ের পরে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হতে পারলে জাতীয় পর্যায়ের সিনিয়র বিভাগে অঙ্কুরের দ্বিমুকুট হত ।

তবে বাংলার জার্সিতে নজর কাড়া পারফরম্যান্স অঙ্কুরের । সিঙ্গলসে পোডিয়াম ফিনিশ না -করতে পারলেও বছর সতেরোর কিশোর ডাবলসে চ্যাম্পিয়ন । সিনিয়র পর্যায়ে প্রথম সোনা তাঁর । বয়সভিত্তিক টেবিল টেনিসের রাজ্য এবং জাতীয় পর্যায়ে কার্যত প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালাচ্ছেন তিনি । যেকোনও প্রতিযোগিতায় তাঁর ফাইনাল না খেলাই অঘটন । শুধু দেশীয় টুর্নামেন্ট নয় আর্ন্তজাতিক প্রতিযোগিতায় সাফল্য ইতিমধ্যেই পেয়েছেন । এবারের জাতীয় টেবিল টেনিসের আসরে এই সাফল্য যেন তাঁর ধারাবাহিক ভালো খেলার উজ্বল সমাপ্তি । ডাবলসে সোনা পেলেও সিঙ্গলসে ব্যর্থতায় হতাশ তিনি । আপাতত শক্ষ্য সিনিয়র পর্যায়ে জাতীয় স্তরের প্রথম পাঁচে ঢুকে পড়া । দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন রয়েছে অঙ্কুরের ।

আরও পড়ুন:রাতভর চলল উদযাপন, উৎসবে মাতল ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

অলিম্পিকে অংশগ্রহনের যোগ্যতা অর্জনই নয় পদকের স্বপ্ন অংশুমান ভট্টাচার্যের ছেলের । ইতিমধ্যেই জাতীয় আসরে সাফল্যের জন্য বেঙ্গল স্টেট টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কুর ভট্টাচার্যকে । তাঁর মতে এই রাজ্যে প্রতিভার অভাব নেই । বিশেষ করে প্রতিবছর একাধিক ভালো খেলোয়াড় উঠে আসছে । পারস্পরিক সুস্থ প্রতিযোগিতা বাংলার টেবিল টেনিসের উজ্বল দিক । আগামিদিনে জাতীয় আসরে বাংলার টেবিল টেনিসের দাপট ফিরে আসবে,সেব্যাপারে সন্দেহ নেই ।

ABOUT THE AUTHOR

...view details