কলকাতা, 9 মার্চ: বেলাশেষের বসন্তে কবাডি অ্যাসোসিয়েশনে এখন একজোট হওয়ার ডাক (Kabaddi Team of West Bengal)। বৃহস্পতিবার দুপুরে অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সঙ্গে মিশে গেল বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশন । এই সংযুক্তিকরণের বাইরে থাকল ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশন (West Bengal Kabaddi Association)। 11 মার্চ শনিবার ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনের অভ্যন্তরীণ বৈঠক রয়েছে । তারপর তারাও একজোট হয়ে যাবে । এর ফলে দীর্ঘদিন ধরে বাংলার কবাডির প্রশাসনের মধ্যেকার বিবাদ মিটে যাওয়ার পথে বলেই মনে করা হচ্ছে ।
এই বিষয়ে প্রাক্তন খেলোয়াড় রমা সরকার জানান, মতবিরোধ করে আদতে সেভাবে লাভ হয়নি । সাব জুনিয়র এবং ন্যাশনালে দু'টো দল পাঠানোর ঘটনা ঘটেছে । যা রাজ্যের কবাডির জন্য মোটেও ভালো ছবি নয় । তাই খেলা ও খেলোয়াড়দের স্বার্থে সকলে একসঙ্গে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যা আদতে বাংলার কবাডিকে তার সোনালি অতীতে ফিরিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে । তিনটি ইউনিটের সংযুক্ত হলেও নতুন সংস্থার নাম কী হবে, তা এখনও ঠিক হয়নি । সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে পরবর্তী বৈঠকে নতুন নাম ঠিক হবে ।
সংযুক্তিকরণের দিনেই আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য মহিলাদের সম্ভাব্য বাংলা দল বেছে নেওয়া হল । এবার 69তম সিনিয়র মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ 23 মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলেছে হরিয়ানায়। মোট 133 জনের মধ্যে 39 জনকে নির্বাচন করেছে ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশন । যেখান থেকে অনুশীলনের ভিত্তিতে মূল 12 জন খেলোয়াড় ও দলের অধিনায়ক বেছে নেওয়া হবে । মোট তিনটি ইউনিট একত্রিত হয়ে এই টুর্নামেন্টের জন্য সম্ভাব্য দল বেছেছে ।