পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Santosh Trophy: সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করছে বিশ্বজিতের বাংলা - সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করছে বিশ্বজিতের বাংলা

সন্তোষ ট্রফিতে হারের বদলা ন্যাশনাল গেমসের ফাইনালে নিয়েছে বাংলা । 5-0 গোলে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কেরালাকে উড়িয়ে জাতীয় গেমসে সোনা এনেছে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা । এবার সেই সন্তোষ ট্রফিকেই পাখিক চোখ করছে বাংলার ছেলেরা (Bengal eyes to clinch Santosh Trophy) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 6, 2023, 10:50 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: রানার্স নয়, এবার খেতাব ঘরে তোলাকে পাখির চোখ করছে বাংলা । শনিবার সন্তোষ ট্রফিতে হরিয়ানা ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা । জাতীয় গেমসে বিশ্বজিৎ ভট্টাচার্যের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে দল । তাই তাঁর হাত ধরেই সন্তোষ ঘরে তুলতে চাইছে সকলে (Bengal eyes to clinch Santosh Trophy) ।

বাংলার গ্রুপে হরিয়ানা ছাড়াও রয়েছে দমন দাদরা, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, মহারাষ্ট্র । বেলা সাড়ে এগারোটায় ম্যাচ । কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলছেন, প্রথম ম্যাচ সবসময়ই কঠিন । তাই হরিয়ানার বিরুদ্ধে সতর্ক হয়ে মাঠে নামতে হবে । তবে কম ব্যবধানে ম্যাচ খেলতে হওয়ার ঝক্কি নিয়ে সরব বিশ্বজিৎ । বিষয়টিকে অজুহাত না-করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে সেরাটা নিংড়ে দেওয়ার কথা বলছেন তিনি ।

ম্যাচ ধরে পরিকল্পনা সাজাতে চান যাতে নরহরি শ্রেষ্ঠারা চাপে পড়ে না যান । দলে চোট-আঘাত সমস্যা নেই । প্রস্তুতিতে খুশি বিশ্বজিৎ প্রতিপক্ষকে মেপে জয়ের রাস্তা খুঁজে নিতে চান । এদিকে মহারাষ্ট্রের কোলাপুরে সন্তোষ ট্রফিতে খেলতে ব্যস্ত থাকা বাংলা দলকে সাহায্যের হাত বাড়িয়ে দিল একটি বেসরকারি পণ্য পরিবাহী সংস্থা । স্পনসর হিসেবে নয়, বাংলার ফুটবলের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে এল তারা ।

আরও পড়ুন: জাতীয় গেমসে সোনা জয়ী বাংলা দলকে সংবর্ধনা আইএফএ-এর

শুক্রবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে বাংলা দলের পাশে থাকার কথা ঘোষণা করে তারা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, চেয়ারম্যান সুব্রত দত্ত-সহ অন্যান্য পদাধিকারীরা । এই বেসরকারি সংস্থাটির বাংলার ফুটবলে বিনিয়োগ নতুন নয় । এর আগে টালিগঞ্জ অগ্রগামীর স্পনসর হয়েছিল তারা ।

ABOUT THE AUTHOR

...view details