পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Santosh Trophy : সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠে ফুটবলারদের কৃতিত্ব দিলেন কোচ - Bengal beat Rajasthan

তৃতীয় ম্যাচে মেঘালয়কে হারানোর পরেই শেষ চারের টিকিট কার্যত পাকা হয়ে গিয়েছিল । 3 গোলে 'রাজস্থান বধ' করে সেমিফাইনাল পাকা করল রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা (Bengal beat Rajasthan) ।

Santosh Trophy Update
সেমিফাইনালে উঠে ফুটবলারদের কৃতিত্ব দিলেন কোচ

By

Published : Apr 25, 2022, 2:27 PM IST

কেরল, 25 এপ্রিল : মনোতোষ চাকলাদার, মহীতোষ রায়দের দাপুটে পারফরম্যান্সের হাত ধরে সন্তোষ ট্রফির শেষ চারে বাংলা । গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ রাজস্থানকে 3-0 গোলে হারিয়ে দিল রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা । ফারদিন আলি মোল্লার জোড়া গোলের পাশে স্কোরবোর্ডে নাম উঠল অভিষেক ম্যাচে মাঠে নামা সুজিত সিংয়েরও (Bengal beat Rajasthan)।

ম্যাচের সেরা ফারদিন আলি মোল্লা । এই জয়ের পরে সন্তোষ ট্রফির সবচেয়ে সফল দলের উপর ট্রফির প্রত্যাশা আরও বেড়েছে । যদিও কোচ রঞ্জন ভট্টাচার্য বলছেন, একটি করে ম্যাচ ধরে এগোতে চান । প্রতিপক্ষ যত কঠিনই হোক না কেন, তাঁরা সেরাটা নিংড়ে দিয়ে লক্ষ্যপূরণের দিকে এগিয়ে যাবেন ।

পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পরে কেরলের কাছে হারলেও তৃতীয় ম্যাচে মেঘালয়কে হারানোর পরেই শেষ চারের টিকিট কার্যত পাকা হয়ে গিয়েছিল । তবুও রাজস্থানের বিরুদ্ধে শূন্য থেকেই শুরু করেছিল বাংলা দল । প্রথমার্ধে গোল না পেলেও ম্যাচের রাশ নিজেদের কাছেই রেখেছিল বাংলা । বিরতির পরে প্রতিপক্ষের দূর্বলতাকে কাজে লাগিয়ে গোলের রাস্তা খুঁজে পায় ফারদিন, সুজিতরা । 47 মিনিটে প্রথম গোল ফারদিন আলি মোল্লার । 59 মিনিটে তাঁর দ্বিতীয় গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল । 80 মিনিটে সুজিত সিং ব্যবধান বাড়ানোর সঙ্গেই স্বস্তি নেমে আসে বাংলা শিবিরে ।

সেমিফাইনাল পাকা করল রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা

আরও পড়ুন : দাওয়াত-ই ইফতারে শান-ই-মহমেডান সম্মান কিংবদন্তি নঈমুদ্দিনকে

ফুটবলারদের কৃতিত্ব দিয়েও মনে করিয়ে দিচ্ছেন, খেতাব না জিতলে সবকিছু মূল্যহীন । তাই প্রাথমিক পর্বের পারফরম্যান্স ভুলেই মিশন সেমিফাইনালেই চোখ বাংলার ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details