পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Santosh Trophy: তিন গোলে জয় দিয়ে সন্তোষ অভিযান শুরু বাংলার

প্রথম ম্যাচেই দুরন্ত জয় । হরিয়ানাকে তিন গোলে উড়িয়ে দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করল বাংলা (Bengal beat Haryana in Santosh Trophy) । সোমবার দ্বিতীয় ম্যাচে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেদের প্রতিপক্ষ দমন দিউ ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 7, 2023, 3:48 PM IST

কোলাপুর, 7 জানুয়ারি: জয় দিয়ে শুরু বাংলার সন্তোষ ট্রফি অভিযান । প্রথম ম্যাচে হরিয়ানাকে 3-0 গোলে উড়িয়ে দিল বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন বাংলা । শনিবার কোলাপুরে দাপুটে ফুটবলের হাত ধরে শুরু থেকেই প্রতিপক্ষ হরিয়ানাকে কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছিল বাংলা । প্রথমার্ধের 15 মিনিটেই টোটন দাস বাংলাকে এগিয়ে দেন (Bengal beat Haryana in Santosh Trophy) ।

27 মিনিটে সুরজিত হাঁসদার গোলে ব্যবধান বাড়ে । প্রথম তিরিশ মিনিটে দু'গোলে পিছিয়ে পড়লেও হরিয়ানা প্রত্যাঘাতের চেষ্টা করে । কিন্তু এই সময় বাংলার গোলরক্ষক আকাশ মুখোপাধ্যায়ের দুরন্ত পারফরম্যান্স প্রতিপক্ষের কাজটা আরও কঠিন করে দেয় । বিরতির আগে আকাশের একটি অসাধারণ সেভ হরিয়ানার ম্যাচে ফেরার চেষ্টায় কার্যত জল ঢেলে দেয় ।

বিরতির পরে ফের খেলার রাশ তুলে নেয় বাংলা । 58 মিনিটে রবি হাঁসদার গোলে বাংলার জয় কার্যত নিশ্চিত হয়ে যায় । 9 জানুয়ারি, সোমবার বিকেলে বাংলার প্রতিপক্ষ দমন দিউ । প্রথম ম্যাচে জয়ে পর খুশি কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য । তিনি বলেন, “প্রথম ম্যাচ সবসময়ই কঠিন । ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি । এখানকার মাঠ এবং সূচি নিয়ে ক্ষোভ রয়েছে । বিশেষ করে মাঠের বেশ কিছু জায়গা অসমান । ফলে বল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল । তা সত্ত্বেও আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি, তার সমস্ত কৃতিত্ব ছেলেদের । কোনও ব্যক্তি বিশেষের নাম করতে চাই না । দলের প্রতিটি ছেলে নিজেকে নিংড়ে দিয়েছে । হরিয়ানা চ্যালেঞ্জ শেষ । এবার সামনে দমন দিউ । অজানা প্রতিপক্ষ সবসময়ই কঠিন । তাই প্রতিপক্ষ দুর্বল কিংবা শক্তিশালী, তা নিয়ে চিন্তার চেয়ে বরং নিজেদের খেলাটা ছেলেদের খেলতে বলেছি ।”

বিশ্বজিৎ ভট্টাচার্যের কোচিংয়ে বাংলা জাতীয় গেমসে সোনা জিতেছে । ফলে এই টুর্নামেন্টে প্রত্যাশা আরও বেশি । বাংলার কোচ বলেন, “আমি তো মাঠে নেমে সাফল্য নিয়ে আসি না । কাজটা ছেলেরাই করে । কৃতিত্ব তাই ওদের । তবে সব টুর্নামেন্টেই নতুন করে শুরু করতে হয় । প্রত্যেক ম্যাচে স্কোরবোর্ড শূন্য থেকে শুরু হয় । এখানে দু'টো ম্যাচের মধ্যে সময়ের ব্যবধান বেশি হলে ভালো হত । পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মিলত । তবে যা নেই তা নিয়ে ভেবে লাভ নেই । দলের সকলেই ভালো এবং অভিজ্ঞ । তাই সোমবার জয়ের জন্য ফের নিংড়ে দিতে বলব । আমি প্রস্তুতি নিয়ে খুশি ।”

আরও পড়ুন: সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করছে বিশ্বজিতের বাংলা

জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হওয়ায় প্রত্যাশা আরও বেশি । গতবার সন্তোষে রানার্স হওয়ার যন্ত্রণা মেটানোর সুযোগও রয়েছে এই টুর্নামেন্টে । প্রথম ম্যাচে তিন গোলে জয় গোল পার্থক্যে বাংলাকে সুবিধা দেবে । দমন দিউ ম্যাচে শুধু জয় নয়, গোলের ব্যবধান বাড়ানোর ভাবনা মাথায় রেখেই নামবেন টোটন-সুরজিৎ-নরহরি শ্রেষ্ঠারা ।

ABOUT THE AUTHOR

...view details