পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Santosh Trophy 2023: সন্তোষে দাপট অব্যাহত বাংলার, দমন-দিউকে গোলের মালা শ্রেষ্টাদের

টানা জয় বাংলা শিবিরে ৷ সন্তোষে প্রথম ম্যাচে হরিয়ানা আর আজ দ্বিতীয় ম্যাচে দমন-দিউকে গোলের বন্যায় ভাসালেন নরহরি শ্রেষ্টারা ৷ গত 7 জানুয়ারি হরিয়ানাকে 3-0 গোলে হারিয়ে বাংলা সন্তোষের (Santosh Trophy 2023) অভিযান শুরু করেছিল ৷ সোমবার কোলাপুরের মাঠে বাংলা দমন-দিউকে পাঁচ গোলের বন্যায় ভাসাল (Bengal Beat Daman Diu in Santosh Trophy) ৷ বাংলার হয়ে এদিন রবি হাঁসদা এবং নরহরি শ্রেষ্টা 2টি করে গোল করেন ৷ ও পরিবর্ত হিসেবে নামা সৌভিক করের পা থেকে 1টি গোল এসেছে ৷

Santosh Trophy 2023
সন্তোষে দাপট অব্যাহত বাংলার

By

Published : Jan 9, 2023, 10:03 PM IST

Updated : Jan 9, 2023, 10:23 PM IST

কোলাপুর, 9 জানুয়ারি: জোড়া লক্ষ্যে সফল বাংলা। কোলাপুরে সন্তোষ ট্রফির (Santosh Trophy) দ্বিতীয় ম্যাচে বাংলা 5-0 গোলে হারাল প্রতিপক্ষ দমন-দিউকে। খাতায় কলমে পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে গোলের ব্যবধান বাড়াতে 3-3-4 ছকে দল সাজিয়েছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য। আক্রমণে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে রাখাই ছিল বাংলার উদ্দেশ্য। এবং তা যে ভুল ছিল না তা স্কোরবোর্ডে প্রমাণিত। বাংলার আক্রমণ থামাতে দমন-দিউ একটা সময় এগারো জন মিলে রক্ষণ সামলাতে থাকে ।

সোমবার সন্তোষ ট্রফিতে বাংলার ছিল এটা দ্বিতীয় ম্যাচ ৷ প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল হরিয়ানা ৷ সেই দলকে হারিয়ে আজকের ম্যাচে প্রথম একাদশে দু'টি পরিবর্তন করেছিলেন বাংলার কোচ। অমিত টুডু এবং রাকেশ ধারার জায়গায় দলে আসেন তারক হেমব্রম এবং সুরজিত শীল। প্রথমার্ধের শেষে দুই গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে বাংলার ছেলেরা। ম্যাচের ফলাফল 5-0 (Bengal Beat Daman Diu) ৷ প্রথমে রবি হাঁসদা এবং নরহরি শ্রেষ্টা 2টি করে গোল করেন। পরিবর্ত হিসেবে নামা সৌভিক কর 1টি গোল করেন। দুই ম্যাচে আট গোল, বাংলার ফরোয়ার্ডরা সন্তোষ ট্রফিতে দাপট দেখাচ্ছেন।

11 ডিসেম্বর বুধবার বাংলা তাদের তৃতীয় ম্যাচে ছত্রিশগড়ের বিরুদ্ধে মাঠে নামবে। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলছেন, দলের সাফল্যে তিনি খুশি। তার থেকেও ভালো লাগছে ফুটবলারদের মানসিকতা দেখে। প্রথম একাদশে যে সুযোগ পাচ্ছে সে নিজেকে উজার করে দেওয়ার চেষ্টা করছে। দুই ম্যাচে বড় ব্যবধানে জয়ের নেপথ্য কারণ এটাই বলে মনে করেন তিনি। ফুটবলারদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি সতর্কতার কথাও শোনা গিয়েছে তাঁর গলায়। ফুটবলারদের আত্মতুষ্ট হতে বারণ করেছেন। যা তিনি প্রথম ম্যাচ হরিয়ানার বিরুদ্ধে জিতেও বলেছিলেন ৷ কারণ রাজ্য সেরার খেতাব জয়ের পথটা কঠিন।

আরও পড়ুন:তিন গোলে জয় দিয়ে সন্তোষ অভিযান শুরু বাংলার

বুধবার ছত্রিশগড়ের বিরুদ্ধে সকাল সাড়ে ন'টায় ম্যাচ। বিশ্বজিৎ ভট্টাচার্য এনিয়ে বলছেন সূচি নিয়ে অভিযোগ রয়েছে। তবে তা অজুহাত হিসেবে খাড়া করতে চাই না। কারণ এই সূচি প্রতিটি দলের জন্য তৈরি হয়েছে। তাই খারাপ মাঠ, সূচি নিয়ে ক্ষোভ সরিয়ে লক্ষ্যে স্থির থাকার কথা ফুটবলারদের বলেছেন। তবে প্রতিপক্ষ নিয়ে সমীহর সুর শোনা গেলেও বাংলা শিবির বিশেষ চিন্তিত শেষ ম্যাচে মহারাষ্ট্রের লড়াই ঘিরে। হরিয়ানা, দমন-দিউ-এর গোলের ধারা ছত্রিশগড়ের বিরুদ্ধেও বজায় রাখতে চায় বাংলা শিবির। তবে এখন ভাবনায় শুধু পরের ম্যাচ। তাই দমন-দিউ ম্যাচে বড় ব্যবধানে জয় তৃপ্তি দিলেও চোয়াল শক্ত করে লক্ষ্যে স্থির থাকতে চাইছেন বিশ্বজিৎ ভট্টাচার্য এবং তাঁর দল। জাতীয় গেমসে সোনা জয় প্রত্যাশা বাড়িয়েছে বাংলা শিবিরকে। তাই সন্তোষে সাফল্য ধরে রাখতে কোনও খামতি রাখতে রাজি নন তারা।

Last Updated : Jan 9, 2023, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details