দোহা, 1 ডিসেম্বর: অবিশ্বাস্য সব সুযোগ নষ্ট রোমেলু লুকাকুর। তারই খেসারত দিয়ে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরোতে ব্যর্থ গতবারের তৃতীয় স্থানাধিকারী বেলজিয়াম (Belgium knocked out from World Cup 2022) । 60 মিনিটে তাঁর নেওয়া শট পোস্টে লেগে প্রতিহত হওয়ার দু'মিনিট পরে ফের সুযোগ নষ্ট করেন ইন্টার মিলান স্ট্রাইকার। 89 মিনিটে গোললাইনের একহাত দূর থেকে হেডে বল জালে পাঠানোর বদলে ক্রোয়েশিয়ার গোলরক্ষকের হাতে তুলে দেন তিনি। একমিনিট পর আবারও সহজ সুযোগ নষ্ট।
তাই বলাই যায় যে, যাকে ভরসা করে শেষ ষোলোর স্বপ্ন দেখছিল বেলজিয়াম, তাঁর কারণেই ফুরলো রাউন্ড অফ 16-র আশা। অন্যদিকে ক্রোয়েশিয়া প্রতি আক্রমণে বেলজিয়াম রক্ষণ ভাঙার চেষ্টা করলেও তা গোলরক্ষক থিবো কুর্তোয়ার বিশ্বস্ত হাতে আটকে যায়। লুকাকু যদি দলের জয় না-পাওয়ার জন্য একমাত্র দায়ী হন তাহলে ক্রোয়েশিয়ার না জেতার কারণ কুর্তোয়া। শেষ ষোলোয় জায়গা করে নিতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিততেই হত বেলজিয়ামকে। শেষ পর্যন্ত দু'দলের ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। অন্যদিকে পরের পর্বের টিকিট নিশ্চিত করতে ক্রোয়েশিয়ার দরকার ছিল ড্র। এদিন সেই ড্র'য়েই পরের পর্ব নিশ্চিত হল গতবারের রানার্সদের ৷