কলকাতা ও ঢাকা 8 নভেম্বর: পদ্মাপাড়ে নৌকাডুবি। এএফসি কাপের ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পরাজিত মোহনবাগান সুপার জায়ান্টস। ম্যাচের ফল বসুন্ধরা কিংসের পক্ষে 2-1। বাংলাদেশের ক্লাব দলের পক্ষে গোল করেছেন মিগুয়েল ফিগুয়েরা এবং রবিনহো। মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে গোল লিস্টন কোলাসোর। মরশুমের তেরোটি ম্যাচের মধ্যে দু'টোতে পরাজিত জুয়ান ফেরান্দোর ছেলেরা। ডুরান্ড কাপে প্রথম ডার্বিতে হারের পরে এএফসি কাপে ফার্স্ট হারল সবুজ-মেরুন ব্রিগেড।
মোহনবাগান 7 পয়েন্ট নিয়ে সবার উপরে থাকলেও এই হার বসুন্ধরা কিংসকে একই বিন্দুতে নিয়ে এল। শারদোৎসবের বিজয়া দশমীতে ভুবনেশ্বরের মাটিতে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে 2-2 গোলে ড্র করেছিল মোহনবাগান সুপার জায়ান্টস। অস্কার ব্রুজোর দল ঘরের মাঠে ড্র নয়, জুয়ান ফেরান্দোর ছেলেদের হারের তিক্ত স্বাদ উপহার দিলেন। এই হার সবুজ-মেরুনকে পরের পর্বে যাওয়ার পথে চাপ বাড়িয়ে দিল। 6 বিদেশিকে নিয়ে মঙ্গলবার একাদশ সাজিয়ে ছিলেন মোহনবাগান কোচ।
সাহাল আব্দুল সামাদকে পিছন থেকে স্কিমারের ভূমিকায় ব্যবহার করে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ছক সাজিয়ে ছিলেন তিনি। 17 মিনিটে লিস্টন কোলাসোর গোল ছিল জুয়ান ফেরান্দোর পরিকল্পিত আক্রমণের ফসল। তখন মনে হয়েছিল ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রক হয়ে উঠবে। কিন্তু পিছিয়ে পড়ার ধাক্কায় নড়বড়ে না-হয়ে গিয়ে বরং খেলার রাশ তুলে নেয় বসুন্ধরা। আক্রমণ এবং রক্ষণের সঠিক তালমিলে হুগো বুমোস, লিস্টন কোলাসো, সাদিকু, কামিন্সদের আটকে দিতে থাকে।