কলকাতা, 24 ফেব্রুয়ারি :দুই বাংলার ফুটবল সংস্কৃতির একসঙ্গে পথ চলার ইচ্ছে প্রকাশ । ইস্টবেঙ্গল ক্লাবে সেই পথ চলার প্রথম পদক্ষেপ । যা আগামিদিনে সম্ভবত আরও বড় আকারে আত্মপ্রকাশ করতে চলেছে ।
বৃহস্পতিবার লেসলি ক্লডিয়াস সরণির ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে এসেছিলেন বাংলাদেশের প্রথমসারির শিল্পপতি এবং বসুন্ধরা ক্লাবের কর্ণধার সায়েম সোবহান (Bashundhara owner Sayem Sobhan visits East Bengal) । সঙ্গে ছিলেন তার স্ত্রী সাবরিনা সোবহান, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল হাসান ।
চলতি বছরের ব্যর্থতা ভুলে নতুন মরসুমে নতুন ভাবে পথ চলার খোঁজে পদ্মাপাড়ের ক্লাব । ক্লাবের বর্তমান লগ্নিকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া ভাঙার মুখে । ফলে লাল-হলুদ অন্দরে আগামী মরসুমে ঘর গুছিয়ে তোলার চেষ্টা শুরু হয়েছে । মুখে বলা না হলেও ওপার বাংলার শীর্ষস্থানীয় শিল্পপতিকে ঘটা করে বরণ করে নেওয়া সেই চেষ্টাতেই শিলমোহর দিচ্ছে । ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান, ফুল-মালা, স্মারকের মধ্যে দিয়ে দুই বাংলার ক্লাব ফুটবলকে একসুতোয় বাঁধার কাজ শুরু করল লাল-হলুদ ।