বার্সেলোনা, 5 জুন: বার্সেলোনায় আসছেন না লিওনেল মেসি ৷ অন্তত ক্যাম্প ন্যু-র তরফে এমনই খবর পাওয়া যাচ্ছে ৷ লিও-কে ফের একবার স্প্যানিশ লিগে ফিরিয়ে আনার কোনও আশাই দেখাতে পারেননি ক্লাব কর্তারা ৷ বরং লিও মেসির সৌদি আরবের ক্লাবে সই করার যে খবর রটেছে ৷ তা আরও জোরদার হচ্ছে ৷ উল্লেখ্য, 2022-23 মরশুমে প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে লিওনেল মেসির যে সংঘাত তৈরি হয়েছিল, তার জেরে ফরাসি এই ক্লাবের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছেন তিনি ৷ গত শনিবার প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন মেসি ৷
উল্লেখ্য, সংবাদ সংস্থা এপি-র খবর অনুযায়ী, মেসিকে স্প্যানিশ লিগে ফিরিয়ে আনার জন্য কাতালান ক্লাব তাদের আর্থিক বিষয়গুলি সামাল দেওয়ার চেষ্টা করছিল ৷ মূলত, কয়েকমাস আগে মেসি পিএসজি কর্তৃপক্ষকে না-জানিয়ে সৌদি আরবে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন বলে অভিযোগ ৷ যা নিয়ে ক্লাব ও আর্জেন্তাইন মহাতারকার মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ৷ ঝামেলা এই পর্যায়ে চলে যায় যে, ক্লাব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মেসি ৷ এমনকী পিএসজি গত সপ্তাহে ঘোষণা করে মেসি আগামী মরশুমে মেসি তাদের সঙ্গে থাকছে না ৷
আরও পড়ুন:লিগ ওয়ানের শেষ লগ্নে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট লিওনেল মেসির