পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lionel Messi: প্যারিস ছেড়ে কি বার্সেলোনায় ফিরছেন লিও? সম্ভাবনা খুবই ক্ষীণ - বার্সেলোনা

স্প্যানিশ লিগে লিও মেসিকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ৷ অন্তত স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশেনর কঠোর আর্থিক নীতির সে ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বার্সেলোনার কাছে ৷

Lionel Messi ETV BHARAT
Lionel Messi

By

Published : Jun 5, 2023, 10:29 PM IST

Updated : Jun 6, 2023, 7:07 AM IST

বার্সেলোনা, 5 জুন: বার্সেলোনায় আসছেন না লিওনেল মেসি ৷ অন্তত ক্যাম্প ন্যু-র তরফে এমনই খবর পাওয়া যাচ্ছে ৷ লিও-কে ফের একবার স্প্যানিশ লিগে ফিরিয়ে আনার কোনও আশাই দেখাতে পারেননি ক্লাব কর্তারা ৷ বরং লিও মেসির সৌদি আরবের ক্লাবে সই করার যে খবর রটেছে ৷ তা আরও জোরদার হচ্ছে ৷ উল্লেখ্য, 2022-23 মরশুমে প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে লিওনেল মেসির যে সংঘাত তৈরি হয়েছিল, তার জেরে ফরাসি এই ক্লাবের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছেন তিনি ৷ গত শনিবার প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন মেসি ৷

উল্লেখ্য, সংবাদ সংস্থা এপি-র খবর অনুযায়ী, মেসিকে স্প্যানিশ লিগে ফিরিয়ে আনার জন্য কাতালান ক্লাব তাদের আর্থিক বিষয়গুলি সামাল দেওয়ার চেষ্টা করছিল ৷ মূলত, কয়েকমাস আগে মেসি পিএসজি কর্তৃপক্ষকে না-জানিয়ে সৌদি আরবে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন বলে অভিযোগ ৷ যা নিয়ে ক্লাব ও আর্জেন্তাইন মহাতারকার মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ৷ ঝামেলা এই পর্যায়ে চলে যায় যে, ক্লাব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মেসি ৷ এমনকী পিএসজি গত সপ্তাহে ঘোষণা করে মেসি আগামী মরশুমে মেসি তাদের সঙ্গে থাকছে না ৷

আরও পড়ুন:লিগ ওয়ানের শেষ লগ্নে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট লিওনেল মেসির

এমনকি এটাও শোনা গিয়েছে, সৌদি আরবের ক্লাব আল-হিলাল মোসিকে মোটা অংকের সাইনিং অ্যামাউন্ট অফার করেছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মাইয়ামির তরফেও লিওনেল মেসির এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ উল্লেখ্য, বার্সেলোনায় মেসির ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ বিশেষজ্ঞদের মতে, আর্থিকভাবে ক্লাবের পক্ষে সেটা অসম্ভব হলেও, একটা সম্ভাবনা থেকে যাচ্ছে ৷ আর সেটা হল, ক্যাম্প ন্যু-র প্রতি মেসির আবেগ ও ভালোবাসা ৷ কারণ, এই ক্লাবের হাত ধরেই মেসির ফুটবল যাত্রা শুরু হয়েছিল ৷

আরও পড়ুন:মেসি-ম্যাজিকে ম্লান রোনাল্ডো, পিএসজিকে ট্রফি দিয়ে নয়া নজির আর্জেন্তাইন বরপুত্রের

প্রায় দু’দশক বার্সার সিনিয়র দলের হয়ে খেলার পর পিএসজি-তে গিয়েছিলেন মেসি ৷ ক্লাবের আর্থিক সমস্যার কারণে মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল লা মাসিয়া কর্তৃপক্ষ ৷ এই মুহূর্তে বার্সেলোনার আর্থিক অবস্থা অনেকটাই স্বাভাবিক ৷ কিন্তু, স্প্যানিশ লিগের আর্থিক স্বচ্ছতা সংক্রান্ত কঠোর বিধি এক্ষেত্রে বাধা হতে পারে ৷ কারণ, মেসিকে বৈধভাবে সই করালে ক্লাবকে ফের আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে ৷

Last Updated : Jun 6, 2023, 7:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details