নয়াদিল্লি, 18 জুলাই: ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর পুরস্কার কি পেলেন দেশের প্রথমসারির দুই কুস্তিগীর? বজরং পুনিয়া ও ভিনেশ ফোগতকে সরাসরি এশিয়াডে যাওয়ার ছাড়পত্র দিল অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা অ্যাডহক কমিটি। প্রতিবাদে সামিল হওয়ার কারণে তাঁরা যে ফিট ছিলেন না, আগেই জানিয়েছিলেন বজরং-ভিনেশ ৷ কমিটিকে তাঁরা জানিয়েছিলেন, ট্রায়াল না-করে তাঁদের যেন সরাসরি সুযোগ দেওয়া হয় এশিয়ান গেমসে ৷ শেষমেশ তাঁদের কথামতোই ট্রায়াল ছাড়া এশিয়াডে যাওয়ার ছাড়পত্র দেওয়া হল ৷ এহেন সিদ্ধান্তে কুস্তিগীরদের একটা অংশ পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের অভিযোগ করছে।
সবচেয়ে অবাক করা বিষয় হল, বজরং পুনিয়া ও ভিনেশ ফোগতকে ট্রায়াল থেকে ছাড় দেওয়ার বিষয়ে জাতীয় কোচের মতামতটুকুও নেয়নি অ্যাডহক কমিটি। 22 ও 23 জুলাই দিল্লিতে এশিয়ান গেমসের জন্য কুস্তির ট্রায়াল হওয়ার কথা। তার ঠিক চার দিন আগে দুই কুস্তিগীরের নাম জানিয়েছে কমিটি। অ্যাডহক কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, এশিয়ান গেমসে পুরুষদের 65 কেজি ও মহিলাদের 53 কেজি বিভাগে দুই কুস্তিগীরকে নির্বাচন করা হয়েছে। সেই বিবৃতিতে তাঁদের নাম উল্লেখ না-থাকলেও কমিটির সদস্য অশোক গর্গ সংবাদ সংস্থা পিটিআই'কে বজরং ও ভিনেশের নাম জানিয়েছেন।