নয়াদিল্লি, 25 অগস্ট:সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার নির্বাচনে হঠাৎ করেই যুদ্ধের দামামা। এতদিন যা মনে হচ্ছিল সর্বসম্মত প্রার্থী হিসেবেই সভাপতি হবেন কল্যাণ চৌবে। কিন্তু বৃহস্পতিবার বারবেলায় বদলে গেল সব অঙ্ক। সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া (baichung bhutia filed nomination)। মনোনয়ন জমা দিলেন অন্ধ্রপ্রদেশ ফুটবল ফেডারেশনের তরফে। সমর্থনের হাত বাড়াল রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে কল্যাণ চৌবেকে এখনই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট বলা যাবে না।
শেষমেশ কে সভাপতি হবেন তা জানতে 2 সেপ্টেম্বরের নির্বাচনের দিকেই তাকিয়ে থাকতে হবে। বাইচুংয়ের মনোনয়ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণের চারটে রাজ্য তাদের মনোনয়ন প্রত্যাহার করল। ফলে বাইচুংকে এখন লড়াই করতে হবে কল্যাণ চৌবের সঙ্গে। স্ট্রাইকার বনাম এই গোলরক্ষকের লড়াই ঘিরে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় ফুটবল। কল্যাণ গুজরাত ফুটবল ফেডারেশন থেকে মনোনয়ন দিয়েছেন। সেখানে পর্দার আড়াল থেকে কেন্দ্রীয় সরকারের সমর্থন রয়েছে বলেই মত অনেকের। শোনা যাচ্ছে ইতিমধ্যে বেশকিছু সংস্থার কাছে ফোনও পৌছে গিয়েছে কল্যাণের জন্য সমর্থন চেয়ে ।