দেরাদুন, 22 মে :একের পর এক টুর্নামেন্টে ব্যর্থতা ৷ চলতি সপ্তাহেই থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ৷ ভাগ্য ফেরাতে তাই কেদারনাথ পৌঁছলেন তারকা শাটলার সাইনা নেহওয়াল (Badminton player Saina Nehwal reached Kedarnath) ৷ গত 3 মে থেকে শুরু হয়েছে চলতি বছর চারধাম যাত্রা ৷ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীতে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড় ৷ সেই পুণ্যযাত্রায় এবার শরিক হলেন অলিম্পিকে পদকজয়ী শাটলার ৷
বাবা হরবীর সিং নেহওয়ালকে সঙ্গে নিয়ে কেদার দর্শনের একাধিক ছবি সাইনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবিবার ৷ এরমধ্যে একটি পোস্টে অভিজ্ঞ শাটলার তাঁর চারধাম যাত্রাকে 'স্বপ্ন' বলে উল্লেখ করেছেন ৷ সূত্রের খবর, কেদারপুরিতে এদিন হায়দরাবাদি শাটলারকে এদিন স্বাগত জানান বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় ৷ স্বপ্নিল সফরের ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন সাইনা ৷ মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের ভূমিকায় খুশি সাইনার আশা বাবা কেদারনাথ যেন সকলের মনস্কামনা পূর্ণ করেন ৷ অনুরাগীরা আবার পালটা বলছেন, বাবা কেদারনাথ সাইনার কেরিয়ারে সুদিন ফেরাক ৷