অযোধ্যা, 2 জুন: এবার ব্রিজভূষণ শরণ সিংয়ের জনসভার অনুমতি দিল না অযোধ্যা জেলা প্রশাসন ৷ আগামী 5 জুন অযোধ্যায় 'জন চেতনা মহাব়্যালি' করার জন্য অনুমতি চেয়েছিলেন বিজেপি সাংসদ ৷ কিন্তু আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠান থাকায় তাঁর জনসভার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন অযোধ্যার পুলিশ সুপার এসপি গৌতম ৷ উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগত, সঙ্গীতা ফোগত-সহ প্রথমসারির একাংশ কুস্তিগীর যৌন হেনস্থা-সহ একাধিক অভিযোগ এনেছেন ৷ সেই আবহে অযোধ্যায় এই জনসভা করতে অনুমতি চেয়েছিলেন তিনি ৷
ব্রিজভূষণ শরণ সিংয়ের সেই আবেদন খারিজ হওয়া নিয়ে পুলিশ সুপার জানান, 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে একাধিক কর্মসূচি রয়েছে অযোধ্যায় ৷ তার মধ্যেই ওইদিন সাংসদের জনসভার অনুমতি চেয়ে স্থানীয় কাউন্সিলর চামিলা দেবী আবেদন করেছিলেন ৷ কিন্তু, ভিড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলার প্রশ্নে সেই আবেদন খারিজ করা হয়েছে ৷ এই নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন ব্রিজভূষণ ৷ সেখানে তিনি অবশ্য অন্য দাবি করেছেন ৷ তাঁর বক্তব্য, অযোধ্যার রাম কথা উদ্যানে আয়োজিত তাঁর জনসভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ কারণ, কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত চলছে ৷