মেলবোর্ন, 27 জানুয়ারি: 18 বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের এই মঞ্চেই কেরিয়ার শুরু করেছিলেন ৷ কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামও সেই অস্ট্রেলিয়ান ওপেনেই (Australian Open) ৷ তাও আবার ফাইনাল ৷ তা সে হোক না মিক্সড ডবলস ৷ আজ রড লেভার এরিনায় ব্রাজিলিয়ান জুটি লুসিয়া স্তেফানি এবং রাফায়েল মাতাওসের কাছে স্ট্রেট সেটে হেরে রানার আপ হিসেবেই শেষ করতে হল সানিয়া মির্জাকে (Title eludes Sania Mirza in last Grand Slam) ৷ তবে, ম্যাচ শেষে আবেগ তাড়িত হয়ে পড়লেন টেনিস সুন্দরী ৷ জানালেন, অস্ট্রেলিয়ান ওপেন তাঁর কাছে নিজের বাড়ির মতো ৷ তাই হয়ত রড লেভার এরিনায় বিদায় বেলায় চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি ৷
এদিন অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলস ফাইনালে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন সানিয়া মির্জা ৷ জুড়িদার ছিলেন রোহন বোপান্না ৷ ব্রাজিলিয়ান লুসিয়া স্তেফানি এবং রাফায়েল মাতাওসের বিরুদ্ধে প্রথম সেট টাই ব্রেকারে হারতে হয় সানিয়া-রোহন জুটিকে ৷ তবে, দ্বিতীয় সেট খুব সহজেই জিতে নেন দুই ব্রাজিলিয়ান ৷ ম্যাচের ফল 6-7 (2-7), 2-6 ৷ ফাইনালের ফলাফল যাই হোক না কেন, আজকের রড লেভার এরিয়া সানিয়াময় হয়ে রইল ৷
2005 সালে 18 বছরের ভারতীয় তরুণীর কেরিয়ারের শুরু হয়েছিল এই অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ৷ সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন ৷ কিন্তু, টেনিস বিশ্ব সেদিন ভারতের এই উদীয়মান মহিলা টেনিস তারকাকে দেখেছিল ৷ পরবর্তী সময়ে একাধিক এটিপি টুর্নামেন্ট ও গ্র্যান্ড স্ল্যামের খেতাবও জিতেছেন ৷ রড লেভার এরিনাতেই ডবলস ও মিক্সড ডবলস জিতেছেন ৷ তাই আজকের ফাইনালের পর বক্তব্য রাখতে গিয়ে আবেগে ভাসলেন তিনি ৷
সানিয়া বলেন, "2005 সালে 18 বছর বয়সে এই অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে কেরিয়ারের শুরু করেছিলাম ৷ আমি এর পরেও কয়েকটি টুর্নামেন্ট খেলব ৷ কিন্তু, অস্ট্রেলিয়ান ওপেনে শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলা আমার কাছে সৌভাগ্যের ৷ রড লেভার এরিনা আমাকে অনেক কিছু দিয়েছে ৷ মেলবোর্ন আমাকে ঘরের অনুভূতি দিয়েছে ৷ ধন্যবাদ অস্ট্রেলিয়ান ওপেন ৷"