পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Australian Open Draw Postponed : একপ্রস্থ নাটকের পর অস্ট্রেলিয়ান ওপেনের ড্র'তে নাম জকোভিচের - Uncertain visa status of Novak Djokovic

নোভাক জকোভিচের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চিত ৷ তাই কিছুটা পিছিয়ে যায় অস্ট্রেলিয়ান ওপেনের ড্র (Australian Open Draw Postponed) ৷

Australian Open draw
পিছিয়ে গেল অস্ট্রেলিয়ান ওপেনের ড্র

By

Published : Jan 13, 2022, 10:53 AM IST

Updated : Jan 13, 2022, 12:39 PM IST

মেলবোর্ন, 13 জানুয়ারি : একপ্রস্থ নাটকের পর অস্ট্রেলিয়ান ওপেনের ড্র'তে নাম উঠল বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের ৷ সবকিছু ঠিকঠাক থাকলে নিজের দেশের মিওমির কেকম্যানোভিচের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবছর অস্ট্রেলিয়ান ওপেন শুরু করবেন এই সার্বিয়ান টেনিস তারকা ৷

তবে, এদিনের ড্র নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ৷ জকোভিচের ভিসা সংক্রান্ত অনিশ্চয়তার (Uncertain visa status of Novak Djokovic) জেরে নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘণ্টা পিছিয়ে যায় অস্ট্রেলিয়ান ওপেনের ড্র (Australian Open Draw Postponed) ৷ তবে এদিনের ড্র'তে নাম থাকলেও তাঁর ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি, বিষয়টি এখনও অস্ট্রেলিয়ার সরকারের বিবেচনাধীন ৷

আরও পড়ুন : সফর বিতর্কে অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাফাই জকোভিচের

উল্লেখ্য, গত বুধবার নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ার বিমানবন্দরে পা রাখার পরেই সমস্যার সূত্রপাত ৷ ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তাঁকে বিমানবন্দরেই আটকে দেয় অভিভাসন দফতর ৷ 20টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই টেনিস তারকাকে বিমানবন্দরের বাইরে পা রাখার অনুমতি দেওয়া হয়নি ৷ তাঁর ভিসা সংক্রান্ত আবেদন পত্রে তথ্যের ভুল ছিল বলে জানা গিয়েছিল ৷ তাঁর কোভিড টিকাকরণ না হওয়ায় মেডিক্যাল ছাড়পত্র পাওয়া নিয়েও সংশয় তৈরি হয় ৷ তবে এই বিষয়ে আদালতের রায় ইতিমধ্যেই জকোভিচের পক্ষে গিয়েছে ৷ তবে এখনও তাঁর ভিসা অনুমোদন করা হয়নি বলেই খবর ৷

Last Updated : Jan 13, 2022, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details