মেলবোর্ন, 13 জানুয়ারি : একপ্রস্থ নাটকের পর অস্ট্রেলিয়ান ওপেনের ড্র'তে নাম উঠল বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের ৷ সবকিছু ঠিকঠাক থাকলে নিজের দেশের মিওমির কেকম্যানোভিচের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবছর অস্ট্রেলিয়ান ওপেন শুরু করবেন এই সার্বিয়ান টেনিস তারকা ৷
তবে, এদিনের ড্র নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ৷ জকোভিচের ভিসা সংক্রান্ত অনিশ্চয়তার (Uncertain visa status of Novak Djokovic) জেরে নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘণ্টা পিছিয়ে যায় অস্ট্রেলিয়ান ওপেনের ড্র (Australian Open Draw Postponed) ৷ তবে এদিনের ড্র'তে নাম থাকলেও তাঁর ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি, বিষয়টি এখনও অস্ট্রেলিয়ার সরকারের বিবেচনাধীন ৷