মেলবোর্ন, 30 জানুয়ারি : রাফার একুশের লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিলেন বারবার ৷ কিন্তু পারলেন না তরুণ ড্যানিল মেদভেদেভ ৷ অভিজ্ঞতা আর তারুণ্যের লড়াই জয়ী হলেন রাফায়েল নাদাল ৷ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের সিঙ্গলস ফাইনালে ড্যানিল মেদভেদেভকে হারিয়ে 21তম গ্র্যান্ড স্ল্যামের অধিকারী হলেন রাফা (nadal wins 21st grand slam) ৷ পিছনে ফেললেন রজার ফেডেরার, নোভাক জকোভিচকে ৷ স্প্যানিশ টেনিস তারকার পক্ষে ম্যাচের ফলাফল 2-6, 6-7 (5-7), 6-4, 6-4, 7-5 ৷
প্রথম দুটি সেটে প্রতিপক্ষ ড্যানিল মেদভেদেভের সামনে দাঁড়াতে পারেননি নাদাল ৷ কিন্তু পঁচিশের তরুণ প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করা তাঁর ধাতে নেই ৷ টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই তৃতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ালেন ৷ চতুর্থ সেটটিও জিতে নেন ৷ এরপর রড লেভার এরিনার রবিবাসরীয় ফাইনাল হয়ে ওঠে জমজমাট ৷ যে উত্তেজনা বজায় রইল শেষ মুহূর্ত পর্যন্ত ৷ 5 ঘণ্টা 24 মিনিটের ম্যারথন লড়াইয়ের শেষে ট্রফিটা উঠল স্প্যানিশ মায়োস্ত্রোর হাতে ৷ 13 বছর পর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ৷ এর আগে মাত্র একবারই অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব উঠেছিল তাঁর হাতে ৷