মেলবোর্ন, 14 জানুয়ারি : ফের একবার বাতিল করে দেওয়া হল নোভাক জকোভিচের অস্ট্রেলিয়ার ভিসা (Australian Government Cancelled Novak Djokovic Visa) ৷ ভিক্টোরিয়ার দেশের অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নিজের ক্ষমতা প্রয়োগ করে বিশ্বের 1নং টেনিস তারকার ভিসা বাতিল করেছেন ৷ ফলে আগামী সোমবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার আশা শেষ হয়ে গেল নোভাকের (Novak Djokovic Out from Australian Open 2022) ৷
নোভাকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ভিসা ফর্মে ভুল তথ্য দেওয়ার অভিযোগে দ্বিতীয়বার তাঁর ভিসা বাতিল করেছে ভিক্টোরিয়া সরকার (Novak Djokovic Visa Cancels) ৷ এর আগে অস্ট্রেলিয়ার আদালতের নির্দেশে নোভাকের ভিসা বাতিলের সিদ্ধান্ত বাতিল হয়ে যায় ৷ এর পর অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রীর নেতৃত্বে তদন্ত শুরু হয় ৷ যে তদন্তে গত বুধবার নিজের স্বপক্ষে একাধিক নথি জমা দেন তিনি ৷ কিন্তু, সেই নথি খতিয়ে দেখে দ্বিতীয়বার নোভাকের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক ৷
আরও পড়ুন : Australian Open Draw Postponed : একপ্রস্থ নাটকের পর অস্ট্রেলিয়ান ওপেনের ড্র'তে নাম জকোভিচের