মেলবোর্ন, 23 মার্চ : সর্বোচ্চ পর্যায়ে লড়ার জন্য তাঁর মন আর সায় দিচ্ছে না ৷ অস্ট্রেলিয়ান ওপেন জয় কেরিয়ারে তাঁর চাওয়া-পাওয়ার প্রত্যাশা অনেকটাই পূরণ করেছে ৷ অনুরাগীদের হতবাক করে এই মর্মে টেনিস কোর্টকে বিদায় জানালেন তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালকিন অ্যাশলে বার্টি (Aussie tennis star Ashleigh Barty announces shock retirement) ৷ যার মধ্যে শেষটা এসেছে চলতি বছরের শুরুতে ঘরের কোর্ট অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেনে (Barty wins Australian Open this year) ৷ বার্টি এই মুহূর্তে বিশ্বের পয়লা নম্বর মহিলা টেনিস প্লেয়ারও বটে ৷ মাত্র 25 বছর বয়সে অজি তারকা টেনিসকে আলবিদা জানানোয় স্বভাবতই হতবাক টেনিস অনুরাগীরা ৷
গত একবছর ধরেই অবসর নিয়ে ভাবনা-চিন্তা করছিলেন ৷ 2022 অস্ট্রেলিয়ান ওপেন জয় তাঁর অবসর ভাবনাকে তরান্বিত করেছে বলে জানিয়েছেন বার্টি ৷ জীবনের বাকি সময়টা তিনি নিজেকে বেশি করে সময় দিতে চান বলেও জানিয়েছেন তিনটি মেজরের মালকিন ৷ একদা ডাবলস পার্টনার ক্যাসে ডেলাকুয়াকে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে ইনস্টা হ্যান্ডেলে অবসর ঘোষণা করেন বার্টি ৷ অজি তারকা লেখেন, "আমি বুঝতে পারছিলাম না খবরটা কীভাবে দেব ৷ তাই বন্ধু ক্যাসে ডেলাকুয়ার দ্বারস্থ হই আমি ৷ টেনিস আমাকে যা দিয়েছে তাতে এই খেলার প্রতি আমি চিরকৃতজ্ঞ ৷ মাথা উঁচু করে পরিপূর্ণ হয়েই কেরিয়ারে ইতি টানছি আমি ৷ যারা সবসময় আমার পাশে থেকেছেন তাদের ধন্যবাদ ৷"