পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Barca Win El Clasico : আউবামেয়াংয়ের জোড়া গোল, এল ক্লাসিকোয় চূর্ণ বেঞ্জেমা-হীন রিয়াল - Aubameyang scores twice as Barcelona beat Real Madrid 4 0

পিয়ের এমেরিক আউবামেয়াংয়ের জোড়া গোলে 2019 পর লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারাল বার্সেলোনা ৷ ম্যাচের ফল 4-0 ৷ কাতালান ক্লাবের বাকি দু'টি গোল রোনাল্ডো আরাউজো এবং ফেরান তোরেস (Aubameyang scores twice as Barcelona beat Real Madrid 4-0) ৷

La Liga
আউবামেয়াংয়ের জোড়া গোল, এল ক্লাসিকোয় চূর্ণ বেঞ্জেমা-হীন রিয়াল

By

Published : Mar 21, 2022, 7:06 AM IST

Updated : Mar 21, 2022, 7:38 AM IST

মাদ্রিদ, 21 মার্চ : কাফ মাসলে চোট পেয়ে ফরাসি তারকার না-থাকার খবরটা বোধহয় বাড়তি উদ্দীপ্ত করেছিল জাভির ছেলেদের ৷ ম্যাচের শুরু থেকেই সেই উদ্দীপনার ছাপ স্পষ্ট ছিল বার্সেলোনার খেলায় ৷ ফলও মিলল হাতেনাতে ৷ পিয়ের এমেরিক আউবামেয়াংয়ের জোড়া গোলে 2019 পর এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারাল বার্সেলোনা ৷ ম্যাচের ফল 4-0 ৷ কাতালান ক্লাবের হয়ে বাকি দু'টি গোল রোনাল্ডো আরাউজো এবং ফেরান তোরেস (Aubameyang scores twice as Barcelona beat Real Madrid 4-0) ৷

সোসিয়েদাদের বিরুদ্ধে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে থাকা সেভিয়ার ড্র'য়ের খবর পেয়েই এদিন মহাম্যাচে নেমেছিল কার্লো আনসেলোত্তির ছেলেরা ৷ জিতলে লিগ শীর্ষে অবস্থান আরও মজবুত হতে পারত লুকা মদ্রিচদের ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ প্রথম মিনিট থেকে লস ব্ল্যাঙ্কোসকে চেপে ধরা বার্সা তিরিশ মিনিটের মধ্যেই গোল তুলে নেয় এদিন ৷ 29 মিনিটে ওসমানে দেম্বেলের ঠিকানা লেখা ক্রস থেকে রিয়াল রক্ষণকে বোকা বানিয়ে হেডে 1-0 করেন গ্যাবন স্ট্রাইকার ৷

ন'মিনিট বাদে ফের গোল ৷ এবার কর্নার থেকে আরাউজোর জন্য গোলের বল সাজিয়ে দেন ফ্রেঞ্চম্যান দেম্বেলে ৷ থিবো কুর্তোয়াকে পরাস্ত করে বিরতির আগে দলকে 2-0 এগিয়ে দেন ঊরুগুয়ের সেন্টার-ব্যাক ৷ পাশে বেঞ্জেমা না-থাকায় ছন্দে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র ৷ 36 মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৷ পেনাল্টির আবেদন উঠলেও তা নাকচ হয় ৷

জোড়া গোলের অ্যাডভান্টেজ নিয়ে বিরতির পরও সমান ছন্দে ধরা দেয় কাতালানরা ৷ 47 মিনিটে ফেরান তোরেসকে দিয়ে গোল করান আউবামেয়াং ৷ বার্সার তাণ্ডবে ছারখার রিয়ালের ফিরে আসার রাস্তা শেষ হয়ে যায় ওখানেই ৷ চার মিনিট বাদে এল ক্লাসিকো অভিষেকে দ্বিতীয় গোলের সঙ্গে আনসেলোত্তির দলের কফিনে শেষ পেরেক পুঁতে দেন আউবামেয়াং ৷

আরও পড়ুন :পেনাল্টি শুটআউটে বাজিমাত কাট্টিমণির, প্রথমবার আইএসএল ট্রফি এল নিজামের শহরে

হারের দায় নিজের কাঁধে নিয়ে রিয়াল কোচ আনসেলোত্তি ম্যাচ শেষে বলেন, "এমন হার মেনে নেওয়া কঠিন ৷ তবে এই হারের শোকে ডুবে না গিয়ে আমাদের সামনে তাকাতে হবে ৷" এল ক্লাসিকো হারের পর 29 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে শীর্ষেই রিয়াল ৷ পক্ষান্তরে শেষ পাঁচ ম্যাচ জিতে আচমকাই খেতাবি লড়াইয়ে ফিরল বার্সা ৷ 28 ম্যাচে 54 পয়েন্ট তাদের ৷

Last Updated : Mar 21, 2022, 7:38 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details