কলকাতা, 24 অগস্ট: প্রথম ম্যাচে হার ৷ তবে ডুরান্ডে (Durand Cup) জয়ে ফিরতে ডেস বাকিংহ্যামকে মগজাস্ত্রের লড়াইয়ে টেক্কা দিতে চেয়েছিলেন জুয়ান ফেরান্দো ৷ কিন্তু তা আর হল কই? এগিয়ে গিয়েও ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে 1-1 ড্র করল এটিকে মোহনবাগান (ATK MB vs MCFC match ends to a draw) ৷ এটিকে মোহনবাগানের হয়ে গোল করলেন লিস্টন কোলাসো (Liston Colaco)। 76 মিনিটে মুম্বইয়ের হয়ে সমতা ফেরালেন পেরেরা দিয়াজ (Jorge Pereyra Diaz) ।
প্রথম ম্যাচে অজস্র গোলের সুযোগ নষ্ট করে ম্য়াচ হারতে হয়েছিল সবুজ-মেরুনকে ৷ দ্বিতীয় ম্য়াচেও বাগানের খেলায় অগোছালো ভাব স্পষ্ট ৷ ফেরান্দোর দলের খামতির সুযোগ শেষ কোয়ার্টারে আদায় করল মুম্বই ৷ পাসের জাল বুনে এদিন পালতোলা নৌকোকে দিগভ্রষ্ট করার স্ট্র্যাটেজি নিয়েছিল মুম্বই ৷ ভিগনেশ দক্ষিণামূর্তি, বিপিন সিং, গ্রেগ স্টুয়ার্ট, পেরেরা দিয়াজদের বল দখলে রেখে প্রতিপক্ষের ছক বানচাল করাই ছিল মূল লক্ষ্য। লিস্টন কোলাসো, জনি কাউকো, হুগো বুমোস এই ত্রয়ীর উপর ভর করেই দাঁড়িয়ে এটিকে মোহনবাগানের শক্তি ৷ লিস্টন কোলাসো এই মুহূর্তে সেরা ভারতীয় ফুটবলার। মাঠের দুই প্রান্তেই সমান স্বচ্ছন্দ। যাকে নজরে রাখতে প্রতিপক্ষ রক্ষণকে বারেবারে সমস্যায় পড়তে হয়। বুধের সন্ধেয় তার ব্যতিক্রম হয়নি।